কুসিক নির্বাচন
২৭ কেন্দ্রের ফলে এগিয়ে নৌকার প্রার্থী রিফাত
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। এখন পর্যন্ত ২৭ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা যায়।
জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী রিফাত ১৬৬৭৪, ঘড়ি প্রতীকের প্রার্থী মো. মনিরুল হক সাক্কু ১৪২৬৪ ও ঘোড়া প্রতীক প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার ৬৬৯৩ ভোট পেয়েছেন।
শিল্পকলা একাডেমি থেকে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণনা।
এসআইএইচ