শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ | ১৭ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

৫০ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি তারাকান্ত ভৌমিক

ইনসেটে শহীদ ডা. তারাকান্ত ভৌমিক

মহান স্বাধীনতার ৫০ বছর পার হলেও শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি পাকবাহিনীর হাতে নিহত ডা. তারাকান্ত ভৌমিক। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর গুলিতে আহত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন।

১৯৭১-এ বাংলা ২০ শ্রাবণ মঙ্গলবার পাক সেনারা তাকে নিজ বাড়ি ভিতরবন্দ থেকে ধরে নিয়ে যায়। সে সময় পাকবাহিনী লুটপাট করে তার ঘর-বাড়ি। পরদিন ঈদগাহ মাঠের পাশে ডা. তারাকান্তসহ মোট ৩৬ জনকে পাক বাহিনীর ক্যাপ্টেন আতাউল্লাহ খানের নির্দেশে ব্রাশফায়ারে হত্যা করা হয়। পরে সেখানে তাদের মাটিচাপা দেওয়া হয়। আজও সে স্মৃতি ভুলতে পারেনি স্বজনরা।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ এলাকার ডা. তারাকান্ত ভৌমিকের বাড়িতে গেলে তার ছেলে প্রভাত ভৌমিক জানান, তার বাবা তারাকান্ত ভৌমিক ১৯২৫ সালে বাড়ির পাশে টাঙ্গাইলের ঘাটাইল উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা (এস.এস.সি) পাশ করে ময়মনসিংহ লিটন মেডিকেল স্কুলে কম্পাউন্ডারি পড়েন। তারপর ভিতরবন্দ পরগনার জমিদার জীতেন্দ্র নাথ রায় চৌধুরী ও ধীরেন্দ্র নাথ রায় চৌধুরী প্রতিষ্ঠিত উমেশ চন্দ্র ভট্টাচার্য দাতব্য চিকিৎসালয়ের কম্পাউন্ডার হিসেবে চাকুরি নিয়ে নাগেশ্বরীর ভিতরবন্দে স্থায়ী বসবাস শুরু করেন। এক সময় দাতব্য চিকিৎসালয় বন্ধ হয়ে গেলেও তিনি আর ফিরে যাননি জন্মস্থান ঘাটাইলে।

সময় গড়িয়ে ৭১ আসে। শুরু হয় মুক্তিযুদ্ধ। প্রাণভয়ে ঘর-বাড়ি ছেড়ে পালাতে থাকে মানুষ। এ সময় ডা. তারাকান্ত ভৌমিক তার স্ত্রী, ৩ মেয়ে ও ৪ ছেলেকে নিরাপদে ভারতে পাঠিয়ে দিয়ে দেশ, মাটির টানে থেকে যান বাড়িতে। এ সময় তিনি আহত, অসুস্থ মুক্তিযোদ্ধাদের দিয়েছেন চিকিৎসা সেবা। ভেবেছেন, তিনি তো সেবক। চারপাশে যারা বসবাস করেন, তারা সবাই তার আপন। কোন বিপদ এলে তারাই সামলাবেন। এই অপরিসীম বিশ্বাসই কাল হয়েছে তার জীবনে। এক সময় তার নাম কানে যায় রাজাকারদের।

চিরচেনা কিছু মানুষ, যারা রাজাকারে নাম লিখিয়ে নেতৃত্ব দিচ্ছিল তারাই তাকে ধরিয়ে দিয়েছে পাকবাহিনীর হাতে। মুক্তিযুদ্ধের সময় বাংলা ২০ শ্রাবণ পাক সেনারা তাকে ভিতরবন্দের নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। সেদিন ভিতরবন্দ থেকে তার শ্যালক সুকেশ চন্দ্র ঘোষ ও অজ্ঞাত আরও ১ জনকে তারা ধরে নিয়ে যায়। সেদিন থানায় রেখে পরদিন তাকেসহ মোট ৩৬ জনকে কেন্দ্রী ঈদগাহ মাঠের পাশে গুলি করে হত্যা করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সেদিনের ১২ বছরের যুবক পৌরসভার বদিজামাপুর কানিপাড়া গ্রামের শাহজাহান আলী এখন ষাটোর্ধ বৃদ্ধ। তিনি জানান, সেদিন পাকবাহিনীর সদস্যরা তাকেসহ আরও ৮-১০ জনকে দিয়ে সেখানে দুটি গর্ত করে নিহতের মরদেহ মাটিচাপা দেয়। সেদিনের কথা মনে হলে আজও তার গা শিউরে ওঠে। পরবর্তীতে সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিফলক নির্মাণ করা হলেও আজও শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি তারাকান্ত ভৌমিক।

প্রভাত ভৌমিক বলেন, ‘দেশের প্রতি অগাধ ভালবাসা থাকায় আমার বাবা জীবনের মায়া ত্যাগ না করে দেশে থেকে অতি সঙ্গোপনে আহত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়ে গেছেন। এ কারণে পাক বাহিনীর হাতে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তারপরেও স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও তাকে দেওয়া হয়নি শহীদ মুক্তিযোদ্ধার মর্যাদা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সহ সংশ্লিস্ট দপ্তরে অনেকবার ঘুরেও কোনো সুফল পাইনি। আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। মৃত্যুর পুর্বে শুধু এটুকু জেনে যেতে চাই আমি শহীদ মুক্তিযোদ্ধার সন্তান।

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ উদ্যোগ শেকড় সহকারী অধ্যাপক সভাপতি মনোয়ার হোসেন সিদ্দিকী বলেন, ‘৭১ এ সেদিন নাগেশ্বরীতে পাক বাহিনীর হাতে নৃশংস হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন তিনি। স্বীকৃতিস্বরূপ তার নাম শহীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন।’

এ প্রসঙ্গে নাগেশ্বরী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. মতিয়ার রহমান নান্টু জানান, পাকিস্তানি বাহিনী ডা. তারাকান্তকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছে। অথচ স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও তিনি শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। এটি সত্যিই আমাদের জন্য দুঃখজনক।’

/এএন

Header Ad
Header Ad

বিশ্ব ইজতেমায় ৭২ দেশের ২১৫০ জন বিদেশি মেহমান এসেছেন

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্ব। এখন পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। তারা নির্দিষ্ট খিত্তায় অবস্থান করে দেশ-বিদেশের আলেমদের বয়ান শোনার মাধ্যমে ধর্মীয় শিক্ষা গ্রহণ করছেন।

শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত ৭২টি দেশের মুসুল্লিরা ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন এবং এর সংখ্যা বাড়তে থাকবে।

এই দিন সকালে বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়া উল হক সাহেব বয়ান করেন। সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল শুরু হবে, যা আগে মোজাকেরা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল সাহেব। বিভিন্ন শ্রেণীর আলেমরা বয়ান দেবেন, এর মধ্যে মাওলানা ফারাহিম, প্রফেসর আব্দুল মান্নান, এবং মাওলানা আকবর শরিফসহ আরও অনেক আলেম থাকবেন।

বিশ্ব ইজতেমা এবার তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, যেখানে আখেরি মোনাজাত হবে। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হবে এবং ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত হবে। ৮ দিনের বিরতির পর ১৪ ফেব্রুয়ারি তৃতীয় পর্ব শুরু হবে, যেখানে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত হবে। শেষে ১৮ ফেব্রুয়ারি ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

Header Ad
Header Ad

ওমরাহ করতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ বাবর, দুবাই হাসপাতালে ভর্তি

ওমরাহ করতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছিলেন, কিন্তু দুবাই পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) বিএনপির আহ্বায়ক জাকির হোসেন এ খবর নিশ্চিত করেন।

জাকির হোসেন জানান, বাবর বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ফ্লাইটে চলাকালীন সময়ে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। দুবাই বিমানবন্দরে পৌঁছানোর পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, বাবরের সাথে ছিলেন তার স্ত্রী, দুই মেয়ে এবং ছেলে। তার স্ত্রী ও দুই মেয়ে সৌদি আরবে চলে গেছেন, তবে ছেলে লাবিব এখনো বাবরের পাশে রয়েছেন। বাবর সুস্থ হলে সৌদি আরব যাবেন এবং সেখানে ওমরাহ পালন শেষে সপরিবারে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি কারামুক্তির তিন দিন পর বাবর বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করেন এবং তাকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। তার বিরুদ্ধে চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়। গত ১৪ জানুয়ারি সে মামলায় বাবর খালাস পান।

Header Ad
Header Ad

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান ৫ দিনের রিমান্ডে

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ছবি: সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজার রহমান তার ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দেবী রানী রায় আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। আজ শুক্রবার রিমান্ড আবেদনের জন্য তাকে আদালতে তোলা হয়।

এর আগে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস-সংলগ্ন একটি বাসা থেকে সাবেক মন্ত্রী নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৫ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ২০১৯ সালে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পান। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য হন।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নুরুজ্জামান আত্মগোপনে ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিশ্ব ইজতেমায় ৭২ দেশের ২১৫০ জন বিদেশি মেহমান এসেছেন
ওমরাহ করতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ বাবর, দুবাই হাসপাতালে ভর্তি
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান ৫ দিনের রিমান্ডে
বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজও অনশনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
টাঙ্গাইলে নিজ বাড়ির পাশে পড়ে ছিল যুবকের গলাকাটা মরদেহ
গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৪২ ফিলিস্তিনির লাশ উদ্ধার
ছাত্রদল নেতার সমন্বয়ক পরিচয়ে প্রকল্প গ্রহণ, বাস্তবায়নে অনিয়মের চাঞ্চল্যকর অভিযোগ
ছাত্রদের চাপে সাবেক মন্ত্রী নুরুজ্জামানের হাতে হাতকড়া, ডিম নিক্ষেপ
ওভাল ক্রিকেট টিমের ৪৯ শতাংশ শেয়ার কিনল আম্বানি পরিবার
সামরিক প্রধান মোহাম্মদ দেইফের মৃত্যু নিশ্চিত করল হামাস
প্রথম আরব নেতা হিসেবে সিরিয়া সফরে কাতারের আমির
শহীদ ইয়ামিনকে হত্যা করল কে? পুলিশের তদন্তে নতুন বিতর্ক
রংপুর থেকে গ্রেফতার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান
কোটা পদ্ধতি পুনরায় পর্যালোচনার নতুন ৩ সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের
আমরা কারও কাছে চাঁদা চাইনি, চাইবোও না: জামায়াত আমির
নওগাঁ বারের নির্বাচনে সব পদে বিএনপি প্যানেলের জয়
আরব আমিরাতে চাঁদ দেখা গেছে, পবিত্র শবে বরাত ১৪ ফেব্রুয়ারি
ডিপসিকের চেয়েও কার্যকর নতুন এআই আনার দাবি আলিবাবার
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও গুণগত পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য: গণশিক্ষা উপদেষ্টা
বাণিজ্য মেলায় সংঘর্ষ, আহত ১৬