আখাউড়ায় ইউপি নির্বাচনে নেই দলীয় প্রতীক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সবকটি ইউনিয়নে দলীয় প্রতীক ছাড়াই ভোট হচ্ছে। এ নিয়ে প্রার্থী ও ভোটারের মধ্যে তৈরি হয়েছে ভিন্ন আমেজ। দলীয় প্রতীক না থাকায় জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা।
রোববার (২৬ ডিসেম্বর) উপজেলার সবকটি ইউনিয়নে হবে ভোটগ্রহণ।
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ প্রার্থীদের ছবিতে ছেয়ে গেছে প্রতিটি জনপদ। মাইকের আওয়াজে সরগরম প্রতিটি এলাকা। গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। আর ভোটাররা বলছেন, শান্তিপূর্ণ ভোট হলে সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা।
এদিকে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন ঘোষণার পরও আখাউড়া পৌর মেয়রসহ যুবলীগ নেতারা বিভিন্ন ইউনিয়নে গিয়ে পছন্দের প্রার্থীদের দলীয় সমর্থন দিচ্ছেন বলে অভিযোগ চেয়ারম্যান প্রার্থীদের। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন অন্য প্রার্থীরা। তবে অভিযোগ নাকচ করেছেন আখাউড়ার পৌর মেয়র।
এ বিষয়ে রিটার্নিং অফিসার সুফিয়া সুলতানা জানান, অবাধ সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। আখাউড়ার পাঁচটি ইউনিয়নে মোট ভোটার ৮৪ হাজার ৪৩৮ জন।
এসএ/