অবহেলিত বধ্যভূমি একাই আগলে রেখেছেন জামালউদ্দিন
দেশ যখন বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে তখন সিলেটের সর্ববৃহৎ বধ্যভূমিটি যেন সিলেটবাসীর মনোকষ্টের কারণ হয়ে আছে। একাত্তরে শহীদের রক্তে সিলেটের দক্ষিণ সুরমার 'বাঘমারা' নামক এলাকার মাটি লাল হয়ে গিয়েছিল। তাই এর নাম পরিবর্তন হয়ে 'লালমাটিয়া' হিসেবে পরিচিতি লাভ করে। কিন্তু আজও সে স্মৃতি সংরক্ষণের জন্য নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। সংশ্লিষ্টরা বলছেন জায়গা অধিগ্রহণের জটিলতায় আটকে আছে স্মৃতিসৌধ নির্মাণ কাজ। অবহেলিত এ বধ্যভূমিটি একাই আগলে রেখেছেন জামাল উদ্দিন নামে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী।
বুধবার দুপুরে সরেজমিনে দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ির নিকটবর্তী লালমাটিয়া এলাকায় গিয়ে দেখা মধ্যখান দিয়ে বয়ে চলা রেললাইনের উভয় পাশে অরক্ষিত বধ্যভূমিটিতে ঝোপ-জঙ্গল আর কচুরিপানায় ভরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রেললাইনের উভয় পাশে রক্তের হোলি খেলায় মেতেছিল পাকবাহিনী। মাটি তুলে সড়কের পাশে কিংবা রেল লাইনের উভয় পাশে ভরাট করার কারণে অধিকাংশ জায়গা এখন জলাশয়। শিববাড়ি থেকে ফেঞ্চুগঞ্জের দিকে এগিয়ে লালমাটিয়া নামক এ জায়গাটিতে সড়কের বাম পাশে পাকিস্তানিদের ক্যাম্প ছিল। সেখানে সড়কের বাম পাশে বিজয় নিশান উড়ানোর জন্য জায়গাটি পরিষ্কার করে প্রস্তুতি নিচ্ছিলেন সে সময়কার প্রত্যক্ষদর্শী জামাল উদ্দিন।
জামাল উদ্দিন ঢাকাপ্রকাশকে বলেন, তখন তিনি শিশু। একদিন দেখেন পাথরনির্মিত সড়ক দিয়ে সাইরেন বাজিয়ে একটি লাল রঙের জিপ এসে দাঁড়ায় মূল সড়কে। এর খানিক পর কাঠের তৈরি একটি বাসগাড়ি এসে থামে। গাড়ির ভেতরে অনেক মানুষ। এবার শুরু হয় এক এক করে গাড়ি থেকে নামানো। এ দলে ছিলেন প্রায় ৭ জনের মতো নারী ও দুই নারীর কোলে ২ শিশু। সকলকে নামানো হলে এখান থেকে এক তরুণীকে ক্যাম্পের ভেতর নেওয়া হয়। বাকি প্রায় ৩০ জনের মতো মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়। এরপর লাল জিপের ভেতর থেকে কেউ একজন নেমে কথা বলে চলে যান। পরে শুরু হয় ব্রাসফায়ার। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষগুলো। কেবল একটি শিশু বেঁচেছিল। শিশুটিকে মাটি থেকে তুলে আবার ছুঁড়ে মারা হয় একটি গর্তে। এ থেকে শুরু জামাল উদ্দিনের জঘন্য এ হত্যাদৃশ্য দেখা। এরপর দেশ স্বাধীনের আগ পর্যন্ত প্রায় প্রতিদিনের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তিনি।
যুদ্ধের পর সকলের মত তিনিও ভুলে যান সকল কিছু। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উপলব্ধি বাড়ে জামালের। এরপর ১৯৮৯ সাল থেকে প্রতি বছর একাই জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। কিন্তু দীর্ঘ এতো বছরেও জায়গাটি সংরক্ষিত না হওয়ায় তার আক্ষেপ।
স্থানীয়রা জানান, ১৯৮৯ সাল থেকে এ জায়গাটি জামাল উদ্দিন এককভাবে শ্রদ্ধা আর ভালোবাসায় আগলে রেখেছেন। বিজয় দিবস এলে ঝোপজঙ্গল পরিষ্কার করে ওড়ান লাল-সবুজের পতাকা। পড়ান মিলাদ, বিতরণ করেন শিরনি।
তবে বার বার তাগিদ দিয়েও অজানা কারণে এ বধ্যভূমিটি সংরক্ষণে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে জানালেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক গুলজার খান।
অপরদিকে সিলেটের গৃহায়ন ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, মোট ১১.১৯ শতক জায়গা নিয়ে বধ্যভূমিতে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ১ কোটি, ৭৫ লক্ষ হাজার, ৯২ হাজার টাকা বরাদ্দ পেয়েও কাজ এগুতে পারেনি কর্তৃপক্ষ। এমনকি সে অনুযায়ী একটি নকশাও তৈরি করা হয়েছিল। কিন্তু বধ্যভূমির প্রকল্পের মেয়াদকাল চলতি বছরের জুন মাসে শেষ হলেও কার্যক্রম কেবল খাতা-কলমে সীমাবদ্ধ।
জায়গা অধিগ্রহণ জটিলতায় এর কাজ আটকে আছে বলে জানিয়েছেন সিলেটের গৃহায়ন ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়। তিনি ঢাকাপ্রকাশকে বলেন, ‘গত বছরের মাঝামাঝি সময়ে জরিপ করে ইতোমধ্যে সকল প্রক্রিয়া শেষ। কিন্তু উপজেলা প্রশাসন থেকে আমাদের যে জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে সেটি ব্যক্তি মালিকানায় থাকায় অধিগ্রহণ করা যাচ্ছে না।’
এসইউ/এএন