উখিয়ায় ১১ লাখ টাকাসহ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে সাড়ে ১১ লাখ টাকাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
সোমবার (৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
আটক কামাল হোসেন (৪০) উখিয়া কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের এ ব্লক/শেড-৪৩ এর মৃত আবুল কাশেমের ছেলে।
এসপি নাইমুল হক জানান, সোমবার দুপুরে কুতুপালং ক্যাম্পে ব্লক রেইড করে রোহিঙ্গা দুস্কৃতিকারী ও অর্থ পাচারকারী কামাল হোসেনকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে সাড়ে ১১ লাখ টাকা উদ্ধার করা হয়।
এসপি নাইমুল হক জানান, জিজ্ঞাসাবাদে টাকার উৎসের বিষয়ে উত্তর দিতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অর্থ পাচার ও চোরাচালানে জড়িত। তিনি বাংলাদেশ হতে এই টাকা পাচার করার জন্য মজুদ করেছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
টিটি/