চুয়াডাঙ্গায় পুলিশের ফ্রি ইফতার ও সেহরি শপ
রমজানে পথচারী রোজাদারদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। সকল রোজাদারদের ইফতার ও সাহরির জন্য বিশেষ দোকান খুলেছে। তবে এই দোকান থেকে ইফতার-সেহরির জন্য কোনো টাকা পরিশোধ করতে হবে না ক্রেতাকে। বিনামূল্যে পাবে সেহরি ও ইফতার।
সোমবার (৪ এপ্রিল) বিকালে আনুষ্ঠানিভাবে ‘ফ্রি ইফতার ও সেহরি শপ’ নামে ব্যতিক্রমী এই দোকান উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আনিসুজ্জামান, সিঙ্গাপুর-বাংলাদেশ বিজনেস অব চেম্বারের সভাপতি মো. সাহিদুজ্জামান টরিক, স্থানীয় কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. এএসএম ফাতেহ্ আকরাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, 'পুলিশ সব সময় মানুষের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় এই ফ্রি সাহরি ও ইফতার শপ। এর মাধ্যমে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।'
ওসি মহসীন জানান, প্রাথমিকভাবে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুরো রমজান মাস জুড়ে এই উদ্যোগ অব্যাহত থাকবে। আপাতত প্রতিদিন দেড় শতাধিক মানুষের ইফতার ও সাহরির ব্যবস্থা করা হয়েছে। চাহিদা অনুযায়ী এ সংখ্যা আরও বাড়ানো হবে।
টিটি/