বরগুনায় একশ টাকায়ও মিলছেনা বেগুন!
রমজান মাস শুরু হতে না হতেই বরগুনায় সবজির বাজার আগুন। সব থেকে বেশি চড়া দাম বেগুনের। রোজা শুরুর সাথে সাথে বেগুনসহ সকল প্রকার সবজির দামই বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। ১০০ টাকা দরেও বেগুন কিনতে পারছেন না ক্রেতারা।
বিক্রেতারা বলছেন, রোজায় লম্বা বেগুনের চাহিদা বেড়েছে। তবে বাজারে বেগুনের সংকট রয়েছে আগে থেকেই।
অপরদিকে ক্রেতাদের দাবি, গতকাল প্রথম রোজায় সকালের দিকে ৮০-৯০ টাকা কেজি দরে বেগুন মিললেও দুপুর গড়াতেই তা ১০০ অতিক্রম করছে।
রবিবার (৩ এপ্রিল) বরগুনা পৌর কাঁচা বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে লম্বা বেগুনের দাম বেড়েছে প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা।
পাইকারি বিক্রতা রিয়াদ বলেন, রমজানের শুরুতে প্রতি বছরই এসব সবজির দাম বাড়ে। আমাদেরও চড়া দামে কিনতে হচ্ছে।
খুচরা বিক্রেতা ফারুক হোসেন বলেন, জেলার সব বাজারেই বর্তমানে বেগুনের সরবরাহ কম। তাই দাম বেশি।
ক্রেতা ওমর ফারুক বলেন, বাজারে সব পণ্যের দামই অস্বাভাবিক। এমন অবস্থা থাকলে রোজাদার মুসলিমরা কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহই ভাল জানেন।
আরেক ক্রেতা সিদ্দিকুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় সকল প্রকার দ্রব্যেরই দাম বেড়েছে। বিশেষ করে সবজি বাজারে বেগুনে হাতই দেয়া যায় না, চড়া দাম তাও মূহুর্তেই উধাও হয়ে যায়।
বরগুনা কাঁচা বাজার সমিতির সভাপতি মো. আল আমিন হাওলাদার বলেন, রোজার শুরুতে প্রতিবছরই সবকিছুর দাম বেড়ে যায়। দাম বাড়ানো বা কমানোতে আমাদের হাত নেই। আমরা যে দামে ক্রয় করি তার থেকে বেশি হলে ৫-১০ টাকা লাভ করি।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, জনস্বার্থে বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হবে।
কেএফ/