কুয়াকাটা সৈকতে ভেসে আসল আবারও মৃত কচ্ছপ
কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে আবারও একটি মৃত কচ্ছপ। এটির আনুমানিক ওজন ২০ থেকে ২৫ কেজি। রবিবার (৩ এপ্রিল) দুপুরের দিকে সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। পরে কচ্ছপটিকে মাটি চাপা দেওয়া হয়। তবে কিভাবে এটি মারা গেছে সেটা নিশ্চিত করে বলতে পারেননি কেউ।
স্থানীয়রা জানান, কচ্ছপটি অর্ধগলিত এবং এটির পেটে ডিম ছিল। উপকূলে ডিম ছাড়তে এসে জেলেদের জালে আটকে এটি মারা যেতে পারে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মৃত কচ্ছপটি জোয়ারের তোরে ভেসে এসে সৈকতে আটকা পরে। এটির শরীরের উপরিভাগে আঘাতের চিহ্ন রয়েছে।
এ নিয়ে চলতি বছরে কুয়াকাটা সৈকতে ভেসে আসল মোট ৫টি মৃত কচ্ছপ। এগুলো ডিম পাড়ার জন্য তীরে আসার পথে জেলেদের জালে আঘাত পেয়ে মারা যেতে পারে বলে ধারণা করছেন মৎস্য গবেষকসহ স্থানীয়রা।
এ বিষয়ে ইউএসএইড ইকোফিশ-২ ওয়ার্ল্ডফিশের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়। তাই এরা উপকূলে চলে আসে। যে কচ্ছপটি এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিস ওলিভাসিয়া। এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে পারে। তবে এটার বয়স ১৫-২০ বছর। কচ্ছপটি স্যাম্পল সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে বন কর্মীদের পাঠানো হয়েছে। কচ্ছপের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে।
এসআইএইচ