বরিশালে প্রায় ৩ হাজার পরিবারে অগ্রিম রোজা পালন শুরু
আগামী রবিবার (৩ এপ্রিল) থেকে দেশে রোজা পালন শুরু হবে। কিন্তু শনিবার (২ এপ্রিল) বরিশালের ২০ গ্ৰামে প্রায় ৩ হাজার পরিবারের মুসুল্লিরা অগ্রিম রোজা পালন শুরু করেছে। শুক্রবার এশার নামাজ বাদ তারাবিহর নামাজও আদায় শুরু করেছেন তারা।
মুসল্লিদের সঙ্গে আলাপকালে জানা যায়, শুক্রবার (পহেলা এপ্রিল) সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেলে শনিবার (২ এপ্রিল) থেকে সেখানে রোজা পালন শুরু হয়। তার সঙ্গে মিল রেখে এ অঞ্চলের ২০ গ্ৰামে প্রায় ৩ হাজার পরিবার শনিবার (২ এপ্রিল) থেকে রোজা পালন শুরু করেছে।
বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ড টিয়াখালির নাসির চৌধুরী, বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ ও মুলাদীসসহ বেশ কিছু এলাকার বাসিন্দারা জানান, প্রতি বছরই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করেন।
এসআইএইচ