পাথরঘাটায় পরিত্যক্ত ঘর থেকে গুলি, পাইপগান, গাঁজা উদ্ধার
বরগুনার পাথরঘাটায় পরিত্যক্ত একটি ঘর থেকে গুলি, গুলির খোসা ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই ঘর থেকে গাঁজাও উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (০১ এপ্রিল) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামের পরিত্যক্ত একটি ঘর থেকে এসব উদ্ধার করে পাথরঘাটা থানা পুলিশ। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা এবং ২০ গ্রাম গাঁজা। এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিতা গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায় পাথরঘাটা থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।
এ ব্যাপারে ওসি আবুল বাশার বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়াও সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
এসআইএইচ