মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে মসজিদের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইমাম বরিশাল জেলার মুলাদি উপজেলার চর মাধপরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. ফেরদৌস ইসলাম (৩০)। তিনি গত দেড় মাস ধরে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া জামে মসজিদে ইমামতি করে আসছিলেন। সেই সুবাদে মসজিদের সঙ্গে একটি কক্ষে থাকতেন ফেরদৌস।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রেজাউল করিমের বরাতে জানা যায়, মৃত্যুর আগ মুহূর্তে মুসল্লিদের জামাতে এশার নামাজ পড়ান ফেরদৌস ইসলাম। নামাজ শেষ করে আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটান তিনি। তার রুমের জানালার একটা অংশ খোলা থাকায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার মোবাইলের সঙ্গে একটি হেডফোন সংযুক্ত ছিল। ধারণা করা হচ্ছে, মোবাইলে কথা বলতে বলতেই তিনি আত্মহত্যা করেছেন।
সেইসঙ্গে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়'-এ ধরনের একটি চিরকুট পাশের টেবিলে পাওয়া যায় বলে জানান ওই ইউপি সদস্য।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, 'প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, রিপোর্ট হাতে পেলে সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে অপমৃত্যুর একটি ফাইল রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
এসআইএইচ