খুলনায় বাড়ছে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা
খুলনা শিশু হাসপাতালে আবহাওয়া জনিত নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই আসছে অসংখ্য রোগী। তাদের মধ্যে
শিশু রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। এর ফলে চিকিৎসা সেবা প্রদানে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে হঠাৎ করে ডায়রিয়া, জ্বর ও কাশিতে শিশুদের আক্রান্ত হওয়ার হার বেড়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে খুলনার শিশু হাসপাতালে বিছানা ফাঁকা পাওয়া যাচ্ছে না।
গত মঙ্গলবার হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৪১৮ জন। ভর্তি হয়েছেন ৩৫ জন রোগী। এসব রোগীদের মধ্যে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্তের সংখ্যা বেশি। এর মধ্যে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে আগের তুলনায়।
খুলনা শিশু হাসপাতালে ২০৭টি সাধারণ শয্যা, ৩৮টি কেবিন এবং ৩০টি বিশেষায়িত শয্যা আছে। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আল আমিন রাকিব জানান, এটি ইনকিউবেটর, ক্যাঙ্গারো মাদার কেয়ারহ অন্যান্য ৩০টি বিশেষায়িত শয্যাতে সাধারণ রোগী ভর্তি করা হয় না। ওয়ার্ড ও কেবিনের ২৪৫টি শয্যা প্রতিদিনই রোগীদের পরিপূর্ণ থাকছে।
হাসপাতালের বি ব্লকের মেডিসিন বিভাগের সিনিয়র স্টাফ নার্স চৈতি রায় জানান, গত ৭ দিন ধরে রোগীর চাপ বেড়ে গেছে। শয্যা ফাঁকা থাকছে না।
ভর্তি কেন্দ্র থেকে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় ২৪৭ জন, গত ২৮ মার্চ হাসপাতালে ২৪৮ জন, ২৭ মার্চ ২৫১ ডজন রোগী চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের বহির্বিভাগে ২৮ মার্চ ৪৫ এবং ২৭ মার্চ ৫৮৮ জন চিকিৎসা নিয়েছেন। গত ফেব্রুয়ারি মাসে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছিলেন ১১ হাজার ১৮ জন। ৩০ মার্চ বহির্বিভাগে আসেন ১১ হাজার ৪৬০ জন রোগী।
খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালটেন্ট ডা. মো. কামরুজ্জামান বলেন, হঠাৎ করে গরম পড়ায় শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। এই সময়ে শিশুদের পানি ফুটিয়ে খাওয়ানো, স্যালাইন অথবা ডাবের পানি অথবা বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ানো এবং সহজে হজম হয় সেই খাবারই খাওয়ানো উচিত। তাহলে ডায়রিয়ার প্রকোপ কমবে। এছাড়া শিশুরা যাতে অতিরিক্ত ঘেমে না যায়, ঘেমে গেলে শরীর মুছে দেওয়া, খাওয়ার আগে শিশু ও অভিভাবকদের হাত পরিষ্কার রাখার গুরুত্ব দিতে হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কামরুজ্জামান জানান, তীব্র গরমের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে গেছে। আমরা অ্যাপসের মাধ্যমে সেবা প্রদানের তুলনায় রোগী কম ভর্তি হওয়ায় হাসপাতালে আমাদের এখনও কোনও সমস্যা হচ্ছে না। রোগীদের মানসম্মত চিকিৎসা সেবায় আমাদের পর্যাপ্ত ওষুধ সামগ্রীসহ সকল সেবা চালু রয়েছে। আমরা চেষ্টা করছি মানুষের আস্থা বজায় রাখতে। আর এ কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জটিল ও কঠিন রোগ নিয়ে এ হাসপাতালে রোগী আসে।
এসআইএইচ