ভাসানচরে যাচ্ছে আরও ১৫৪৪ জন রোহিঙ্গা
কক্সবাজারের উখিয়া-টেকনাফের শরণার্থী শিবিরগুলো থেকে ১৩ দফায় দ্বিতীয় দিনে ভাসানচরে যাচ্ছে ৫০১টি পরিবারের ১৫৪৪ জন রোহিঙ্গা।
বুধবার (৩০ মার্চ) দুপুরে ও বিকালে উখিয়া ডিগ্রী কলেজ মাঠ থেকে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামে রওনা দেয় ৩৫টি বাস। তারা রাতে চট্টগ্রামে থাকবেন এবং সেখান থেকে বৃহস্পতিবার নৌ-বাহিনীর জাহাজে করে ভাসানচরে যাবেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামছুদৌজা নয়ন। তিনি জানান, ১৩ তম পর্বের দ্বিতীয় দিনে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে প্রায় ৫০১টি পরিবারের ১৫৪৪ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামে রওনা দিয়েছে। এদিকে গত বছরের ডিসেম্বর থেকে ১২ দফায় প্রায় ২৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠায় সরকার। গতকাল ১৩ দফার প্রথম দিনে ১ হাজার ৯৯৯ জন রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামে রওনা হয়। এ ছাড়াও গত বছর মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ জন রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।
ভাসানচরে রোহিঙ্গাদের উন্নত জীবনযাপন ও সুযোগ-সুবিধা থাকায় ক্যাম্প থেকে ভাসানচরে যেতে রোহিঙ্গাদের আগ্রহী বাড়ছে বলে জানিয়েছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। তিনি আরও জানান, এবারও আমার শিবির থেকে কিছু রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে যাত্রা করেছে। অন্য সময়ের চেয়ে এবার সংখ্যায় বেশি হতে পারে।
এসআইএইচ