রামপালে পুকুর থেকে কুমির উদ্ধার
বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীরম্ভা গ্রামের মিরাজ শেখের পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সকালে বন ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহারের ফোন পেয়ে কুমিরটি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা।
স্থানীয় আলিমুল হক বলেন, সোমবার (২৮ মার্চ) বিকেল থেকে স্থানীয় এক ব্যক্তির ছয়টি হাঁস খুজে পাচ্ছিল না। সকাল বেলা মিরাজ শেখের পুকুরে হাঁসের পালক ভাসতে দেখে সন্দেহ হয়। পরে জাল টেনে কুমিরটি ধরা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, স্থানীয়রা কুমিরটি দেখে বন ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহারকে বিষয়টি জানায়। পরে উপমন্ত্রী ফোনে তাকে জানালে তিনি কুমিরটি উদ্ধার করে নিয়ে আসেন। বিকালে কুমিরটি সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, এ পুকুর পশুর নদীর কাছাকাছি। ধারণা করা হচ্ছে পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি পুকুরে এসে আশ্রয় নিয়েছে। কুমিরটি ৯ ফুট লম্বা। এটির বয়স ১০-১৫ বছর হতে পারে।
এর আগে ১১ মার্চ রামপাল উপজেলার বগুরা খালে মাছ ধরার সময় জেলেদের জালে একটি কুমির আটকা পড়ে। পরে কুমিরটি সুন্দরবনের করমজল সংলগ্ন খালে অবমুক্ত করা হয়।
এসএন