'রমজানে দাম বৃদ্ধি নয়, পণ্য কিনলেই উপহার'
'রমজান মাসে দাম বৃদ্ধি নয়, প্রতিটি পণ্যে আছে গিফট (উপহার)। ১০ টাকার পণ্য থেকে গিফট, রমজান মাসজুড়ে। চলে আসুন'। টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ডে 'জনতা কম্পিউটার অ্যান্ড মাল্টিস্টোর'র মালিক মো. আতোয়ার রহমান তালুকদার মিন্টুর দোকানে এমনই একটি পোস্টার ঝুলানো রয়েছে।
রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি না করার আহ্বান জানিয়ে এমনই এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দোকান মালিক মিন্টু।
প্রায় এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ওই উদ্যোগের বিষয়টি ভাইরাল হয়েছে।
সরেজমিনে দেখা যায়, শুধু ফেসবকু পোস্ট নয়, দোকানেও পোস্টার টাঙিয়েছেন তিনি। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা।
এ বিষয়ে আতোয়ার রহমান মিন্টু ঢাকাপ্রকাশকে বলেন, 'দ্রব্যমূল্য বেপরোয়া গতিতে বেড়েই চলছে। যা নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আর রমজান মাসে হু-হু করে আরও বেড়ে যায়। এ জন্য সাধারণ মানুষের কথা চিন্তা করে জনতা কম্পিউটার অ্যান্ড মাল্টিস্টোর থেকে ১০ টাকার উপরে যেকোনো পণ্য কিনলেই উপহার পাবেন। এ উদ্যোগটি রমজান মাসজুড়ে চলবে।
এসএন