সুনামগঞ্জে ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন
সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের অপরাধে একসঙ্গে ৫টি পৃথক মামলার রায়ে ৫ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১টায় সুনামগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।
দীর্ঘ শুনানি শেষে ৭ আসামির মধ্যে ২ জনকে খালাস দেন আদালত। এ ছাড়া সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার কথা বলা হয়েছে। এই রায়ে সন্তুষ্ট রাষ্ট্র পক্ষের আইনজীবী ও নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবার।
দুপুরে ৫ মামলার রায় পড়ার সময় পলাতক ২ আসামি ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রিপন মিয়া, ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে মো. জজ মিয়া, জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের মৃত আলাকছ উল্লার ছেলে শাহিন মিয়া, সদর উপজেলার ইছাগরি গ্রামের জিতেন্দ্র দাসের ছেলে শৈলেন দাস, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের ইদন মিয়ার ছেলে আসাদ মিয়া। এ ছাড়া আসাদ মিয়ার বাবা ইদন মিয়া ও মা জগতবানুকে খালাস দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায়। অ্যাডভোকেট নান্টু রায় ঢাকাপ্রকাশ-কে বলেন, আদালত আজ যে রায় দিয়েছেন আমি মনে করি, নির্যাতিত নারীরা সঠিক বিচার পেলেন। এভাবে রায় দিয়ে অপরাধীদের যদি শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে এ ধরনের অপরাধ কমে যাবে।
এমএসপি