স্কুলের পিকনিক বাসে সিগারেট থেকে আগুন!
ঢাকার গাজীপুরের কালিয়াকৈড় এলাকার সাহেব বাজারের রাজু ক্যাডেট একাডেমির অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে নাটোরের লালপুর উপজেলার গ্রীণ ভ্যালি পার্কে পিকনিকে আসে বিসমিল্লাহ পরিবহনের দুটি বাস। এর একটি বাসে শিক্ষার্থীরা ধূমপান করছিলেন। তখন সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প চত্বরের নূরে আলম ফিলিং স্টেশন এলাকায় ওই ঘটনা ঘটে।
পিকনিক শেষে আনন্দ-উল্লাস আর নাচানাচি করে ফিরছিলেন শিক্ষার্থীরা। কিন্তু কয়েকজন শিক্ষার্থী একটি বাসের পেছনের সিটে বসে করছিলেন ধুমপান। গাড়ির ঝাঁকুনিতে ওই সিগারেটের আগুন ছিটকে পরে সাউন্ডবক্সের ব্যাটারিতে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত রাস্তা থেকে পাশের তেলপাম্প এলাকায় নিরাপদ দূরত্বে বাসটি থামান। দ্রুত নামিয়ে দেন শিক্ষার্থীদের। বেঁচে যায় ৩২ শিক্ষার্থী, শিক্ষক আর বাসের চালক-স্টাফ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৫৫ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরে যায় বাসটি।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় কেউ দগ্ধ হয়নি।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর পুলিশের সহযোগিতায় তিনি নাটোরের একটি বাসে ওই শিক্ষার্থীদের পৌঁছার ব্যবস্থা করেন। রাত ১২টায় যোগাযোগ করা হলে ওই প্রতিষ্ঠান প্রধান রাজু আহমেদ তাকে বলেছেন, তারা নিরাপদে পৌঁছেছেন।
টিটি/