অর্থ আত্মসাত মামলায় ব্যাংক কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড
লক্ষীপুর জেলার যমুনা ব্যাংক রায়পুর শাখার অর্থ আত্মসাতের দায়ে নাছির উদ্দিন মাহমুদ নামে বরখাস্তকৃত এক কর্মকর্তাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৭০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।
সোমবার (২৮ মার্চ) দুপুরে নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এসব দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন মাহমুদ লক্ষীপুর জেলার সদর উপজেলার দত্তপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে। দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম এসব তথ্য নিশ্চিত করেন। তবে রায় দেওয়ার সময় আসামি আদালতে হাজির ছিলেন না।
তিনি আরও বলেন, আসামি নাসির উদ্দিন মাহমুদ যমুনা ব্যাংক রায়পুর শাখায় এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত থাকাকালীন ব্যাংকের সাসপেন্স একাউন্ট থেকে ২১ লাখ ৮ হাজার ৮০০ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাত করেন।
এ ঘটনায় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক শাহনেওয়াজ বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেন। দুদকের সহকারী পরিচালক খলিলুর রহমান সিকদার মামলাটির তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তবে রায় দেওয়ার সময় আসামি আদালতে হাজির ছিলেন না।
এমএসপি