বরিশালে বাম জোটের ঢিলেঢালা হরতাল পালিত
সারাদেশের ন্যায় বরিশালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকে ঢিলেঢালা ভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।
সোমবার (২৮ মার্চ) ভোর ৬টা থেকে নগরীর কাকলীর মোড় এলাকায় বাসদ সহ জোটের অন্যান্য দলগুলো নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে হরতালের পক্ষে বিক্ষোভ করে। আইনশৃংখলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি, হরতাল কর্মসূচিতে বাধা আর বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে এই হরতাল পালিত হয়েছে।
এ সময় নেতাকর্মীদের হরতালের পক্ষে শ্লোগান দিয়ে নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানান। পরে হরতালের পক্ষে নগরীতে একটি বিক্ষোভ মিছিলও বের করে।
তবে বরিশাল নৌ-বন্দর থেকে বিভিন্ন গন্তব্যের ছোট ছোট লঞ্চসহ অভ্যন্তরে সকল যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে।
হরতাল শেষে বেলা সাড়ে ১২টার দিকে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক একে আজাদের নেতৃত্বে একটি সমাবেশ করে।
হরতাল কর্মসূচি নিয়ে বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, সাধারণ মানুষ অর্ধদিবস পর্যন্ত ডাকা হরতালের সমর্থন করছে। কিন্তু পুলিশ বিভিন্ন স্থানে ওভার লোডেড থ্রি হুইলার হরতাল বাঞ্ছাল করার জন্য চেষ্টা চালিয়েছে।
এমএসপি