শেরপুরে ভাইয়ের হাতে ভাই খুন, আটক ২
শেরপুরের শ্রীবরদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। বুধবার (৯ মার্চ) সকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত আশরাফুল ইসলাম দুলাল (৫০) ওই এলাকার আ. ছালামের ছেলে। আটককৃতরা হলেন-নিহতের বড় ভাই আমিনুল ইসলাম বেলাল ও আরেক ছোট ভাই লিটন মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি নিয়ে বড় ভাই আমিনুল ইসলাম বেলাল ও ছোট ভাই আশরাফুল ইসলাম দুলালের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার (৯ মার্চ) সকালে ছোট ভাই ঘর উঠানোর জন্য কাজ করতে থাকে। নতুন ঘর উঠানোর শুরুতেই অনেকেই মিষ্টি মুখ করান তিনি। সেই দৃষ্টিকোণ থেকেই দুলাল মিষ্টি ও বিস্কুট বিতরণ করছিলেন। মিষ্টি ও বিস্কুট নিয়ে ছোট ভাই দুলাল বড় ভাই বেলালের ঘরে যাওয়া মাত্রই ধারালো দা দিয়ে দুলালকে কুপিয়ে খুন করে বেলাল। এ সময় এলাকাবাসী তাকে আটক করে। পরে দুলালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে করর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. আব্দুস সোবহান আল সাঈদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুলাল মিয়া মারা গেছেন। তার শরীরে অনেকগুলো কোপানোর আঘাত আছে। আঘাতগুলো খুবই গভীর। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্পব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআইএইচ