দেশে প্রথম চাষ ছাড়াই সরিষা আবাদ করেছে বরিশালের কৃষকরা
দেশের এই প্রথম চাষ ছাড়াই সরিষা আবাদ করেছে কৃষকরা। বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের একর জমিতে আবাদ হয়েছে ‘বিনা সরিষা-৯’ নামক নতুন জাতের উদ্ভাবিত সরিষা। ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। এদিকে ‘বিনা সরিষা-৯’ সরিষার আবাদ তেলের ঘারতি মেটাতে সহায়ক হবে বলে দাবি করেছে কৃষি কর্মকর্তারা।
কৃষক মো. শহিদুল জানান, গ্রামের ৩০ একর জমিতে চাষ হয়েছে সরিষার। আমন ধান ওঠার সঙ্গে সঙ্গে গত ১১ নভেম্বর রোপন করা হয়েছিলো সরিষা বিজ। ৩ মাসেই ফলন ঘরে তুলেন কৃষকারা। এত সহজে ভালো ফলন পেয়ে খুশি এই কৃষক।
কৃষি বৈজ্ঞানিক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বীনা উপকেন্দ্র বরিশালের ড. ছয়মা খাতুন জনান, এই জাতের সরিষা চাষ হলে একই জমিতে তিন ফসল উৎপাদন সম্ভব।
এই জাতের সরিষা আবাদে দেশে তেলের ঘাটতি পূরণে অনেকটা সহায়ক হবে। এবছর অঞ্চলের ১২ হাজার ৮৭৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ১০ হাজার ৮৭০ হেক্টর জমিতে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল।