কুষ্টিয়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার
কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ছিনতাই মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মেহেদী হাসান ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে৷ তিনি নিজেকে কখনো ম্যাজিস্ট্রেট, কখনো ডিবি পুলিশ বলে পরিচয় দিতেন।
মঙ্গলবার (৮ মার্চ) রাতে তাকে শহরের বাবর আলী গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তার মেহেদী হাসান ফিরোজ শহরের আড়ুয়াপাড়ার বাবর আলী গেট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে৷
পুলিশ জানায়, নিজেকে ম্যাজিস্ট্রেট ও ডিবি পুলিশ পরিচয় দানকারী এবং ছিনতাই মামলার আসামি মেহেদী হাসান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন৷ গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাবর আলী গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ৷
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মেহেদী হাসান ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাকে আদালতে প্রেরণ করা হবে৷
এসএন