শিল্প স্থাপন সরকারের কাজ নয়: এনবিআর চেয়ারম্যান
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ‘শিল্প স্থাপন সরকারের কাজ নয়। সরকারের কাজ হচ্ছে- শিল্প স্থাপনের সহায়ক পরিবেশ সৃষ্টি করা।’
মঙ্গলবার (৮ মার্চ) বিকাল ৩টায় আরডিআরএস ভবনের বেগম রোকেয়া মিলনায়তনে রংপুর বিভাগের চেম্বারের নেতাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ আলোচনা সভার আয়োজন করে।
রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড ব্যবসায়িক পরিবেশ সৃষ্টিতে অবিরাম কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার রংপুরে শিল্প বিপ্লব ঘটাতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করছে।’
তিনি আরও বলেন, ‘আপনারা নিজ এলাকায় বিনিয়োগ করার পাশাপাশি অন্য জেলার বিনিয়োগকারীকে রংপুরে বিনিয়োগে আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টি করুন। অবশ্যই একদিন রংপুরে শিল্প বিপ্লব ঘটবে।’
তিনি দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সবাইকে রাজস্ব প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনায় বিশেষ অতিথি ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডে সদস্য (শুল্ক নীতি) মাসুদ সাদিক, জাকিয়া সুলতানা (মূসক নীতি), সামস উদ্দিন আহমেদ (করনীতি), রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ, কর অঞ্চল রংপুরের কমিশনার মোহা. আবুল কালাম, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস।
সভায় বক্তব্য দেন- পঞ্চগড় চেম্বারের সভাপতি মো. শরিফ হোসেন, ঠাকুরগাঁও চেম্বারের সভাপতি মো. হাবিবুল ইসলাম বাবলু, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামীম), নীলফামারী চেম্বারের পরিচালক রাজকুমার পোদ্দার, লালমনিরহাট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, কুড়িগ্রাম চেম্বারের সভাপতি আব্দুল আজিজ মিয়া, গাইবান্ধা চেম্বারের সাবেক সভাপতি আবুল খায়ের মোরসালিন, রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি মো. রেজাউল ইসলাম মিলন, সুজনের রংপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, বাংলাদেশ বিড়ি শিল্প শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, নীলফামারী চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ফারহানুল হক, রংপুর জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি মুজিবর রহমান, এ্যানজেলা বিউটি পার্লারের স্বত্বাধিকারী শাহনাজ বেগম লাভলী, রংপুর চেম্বারের সাধারণ সদস্য খন্দকার আবুল হাসনাত ফখরুল আলম বেঞ্জু, রংপুর চেম্বারের সাধারণ সদস্য নাফিসা সুলতানা, হারাগাছ পৌরসভার চেয়ারম্যান এরশাদুল হক এরশাদ, রংপুর চেম্বারের সাধারণ সদস্য মো. সারওয়ার জাহান মানিক, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও রংপুর চেম্বারের পরিচালক মো. মোতাহার হোসেন মন্ডল মওলা।
প্রাক বাজেট আলোচনা সভায় রংপুর বিভাগের ৯টি চেম্বার থেকে আসা চেম্বারের সভাপতিসহ কর্মকর্তারা, রংপুর চেম্বারের বর্তমান ও সাবেক সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাবেক নির্বাহী সদস্য ও পরিচালক, রংপুর জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি, আমদানি ও রপ্তানিকারক, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসপি