ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, মিষ্টিমুখ, আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় ক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ইউনুফ খান পাঠান এবং প্রেসক্লাব সম্পাদক বাবুল হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকালে ময়মনসিংহের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহনে ‘ময়মনসিংহের উন্নয়ন ভাবনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
এ ছাড়া সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে এ বছর একুশে পদক প্রাপ্তিতে ময়মনসিংহের দুই গুণিব্যক্তি ভাষা সৈনিক ও সাবেক সাংসদ মরহুম এমএ মতিনকে (মরণোত্তর) এবং সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসপি