নারী দিবসে ‘কমন রুম’ পেলেন নওগাঁর নারী আইনজীবীরা
আন্তর্জাতিক নারী দিবসে কমন রুম পেলেন নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নারী আইনজীবীরা। কবি সুফিয়া কামালের নামানুসারে রুমের নাম দেওয়া হয়েছে ‘বেগম সুফিয়া কামাল মিলনায়তন’।
মঙ্গলবার (৮ মার্চ) বিকাল ৪টার দিকে নারী আইনজীবীদের জন্য পৃথক এ মিলনায়তনের উদ্বোধন করেন জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ একেএম শহীদুল ইসলাম।
এ সময় স্বাগত বক্তব্যে একেএম শহীদুল ইসলাম বলেন, ‘নারী আইনজীবীরা নারীদের অধিকার আদায় ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
এই ধারা অব্যাহত রাখতে আগামীদিনে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি খোদাদাত খান পিটু ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ কার্যকরী পরিষদের সদস্যরা ছাড়াও বারের সিনিয়র-জুনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
শেষে কেক কেটে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ একেএম শহীদুল ইসলাম।
এমএসপি