সাতক্ষীরায় র্যাব পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলায় আগরদাড়ী ইউনিয়নে র্যাব কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার সময় শরিফ আফ্রিদী (২৪) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
গ্রেপ্তার শহিদ আফ্রিদী জেলার কলারোয়া উপজেলার বাগাডাঙ্গা গ্রামের মাহবুবর রহমানের ছেলে।
মঙ্গলবার (৮ মার্চ) বিকালে র্যাব-৬ (সিপিসি-১) কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
র্যাব জানায়, সোমবার (৭ মার্চ) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া এলাকায় এক ব্যক্তি নিজেকে র্যাব পরিচয়ে ও ভুয়া র্যাব আইডি কার্ড ব্যবহার করে ওই এলাকার সাধারণ মানুষকে অহেতুক হয়রানিসহ ভয়ভীতি দেখাচ্ছিলেন। সংবাদ পেয়ে র্যাব-৬ সাতক্ষীরা কাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ওই ভুয়া র্যাব কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় গ্রেফতার আসামির কাছ থেকে একটি ভুয়া র্যাব আইডি কার্ড, একটি মোটরসাইকেল, মোবাইল ফোনসহ ছয়টি সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (সিপিসি-১) ইশতিয়াক হোসাইন বলেন, গ্রেফতার ওই প্রতারক প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছেন। জব্দ করা আলামতসহ গ্রেফতার আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএ/