নাটোরে ১৩ মোটরসাইকেল-সহ তিন চোর আটক
নাটোরে ১৩টি চোরাই মোটরসাইকেল-সহ তিন চোরকে আটক করা হয়েছে। উদ্ধার মোটরসাকেলগুলোর মধ্যে তিনটির মালিক পাওয়া গেছে। পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।
ওই তিন মোটরসাইকেল চোর হলেন- জেলার গুরুদাসপুর উপজেলার সিধুলি এলাকার মজিদের ছেলে আল আমিন হিরা, পাবনা জেলার চাটমোহরের হরিপুর-মমিনপাড়া এলাকার রহমানের ছেলে সাখাওয়াত হোসেন পলাশ ও জেলার সিংড়া উপজেলার রওদী চামারী এলাকার নিবারনের ছেলে নির্মল সরকার।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, পুলিশের চারটি টিম ৬ দিনের প্রচেষ্টায় ওই মোটরসাইকেলগুলো উদ্ধার ও তিন চোরকে আটক করে।
ঘটনার বিবরন দিতে গিয়ে তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোরের এক ক্লিনিকের পাশে মোটরসাইকেল রেখে চিকিৎসা করাতে যান বনপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে আরিফুজ্জামান। কাজ শেষে দেখেন তার মোটরসাইকেলটি নেই।
এ ব্যাপারে তিনি বড়াইগ্রাম থানায় অভিযোগ দিলে মাঠে নামে পুলিশের চারটি টিম। এরই ধারাবাহিকতায় ৬ দিন পর রবিবার বিকালে তিনটি চোরাই মোটরসাইকেলসহ ওই তিন চোরকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যে, রাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে আরো ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার মোটরসাইকেলের মধ্যে আরিফুজ্জামান ছাড়াও
পাবনা ভাঙ্গুরা উপজেলার লক্ষিপুর এলাকার কাশেমের ছেলে কামরুজ্জামান ও লালপুর উপজেলার বিলমারিয়ার সোলায়মানের ছেলে মাজাদুলের চুরি যাওয়া মোটরসাইকেলও আছে।
এক প্রশ্নের জবাবে এসপি বলেন, চোরেরা মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জনের কাছে কম দামে সেগুলো বিক্রি করতো বলে স্বীকার করেছে।
এমএসপি