ভারতে তেল পাচারের অভিযোগ: ৩ হাজার টাকা জরিমানা
ভারতে তেল পাচারের অভিযোগে বেনাপোল বাজারের সততা স্টোর নামে এক দোকানের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ মার্চ) দুপুরে এ জরিমানা আদায় করা হয়।
বেনাপোল এনএসআইয়ের সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, গোপন খবর আসে, একদল পাচারকারীরা ভারতে তেল পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় মেসার্স সততা স্টোরে মজুদ করছে। এমন খবরের ভিত্তিতে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়াকে বিষয়টি জানানো হয়।
এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে সততা স্টোরের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাকে সতর্ক করা হয় যে, পরবর্তীতে ভারতে তেল পাচারের উদ্দেশ্যে বিক্রি করা হলে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের জেলসহ ফৌজদারি মামলা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, দেশের সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি রোধে বেনাপোল বাজারের বিভিন্ন মুদি দোকানে মূল্য তালিকাসহ পণ্যের মান যাচাই করা হয়। মূল্যবৃদ্ধি রোধে এমন অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
এমএসপি