বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩ মাঘ ১৪৩১
Dhaka Prokash

তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, আগুন

তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, আগুন। ছবি: সংগৃহীত

ভোলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাড়ির ভাঙচুর ও আগুন দিয়েছে ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার পর ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গাজীপুর রোডে অবস্থিত তোফায়েল আহমেদের প্রিয় কুটিরে ভাঙচুর চালানো হয়েছে; দেওয়া হয়েছে আগুনও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১১টার পরে শহরের গাজীপুর সড়কের বাড়ির সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করে। এ সময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকে ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’।

এর আগে ভোলা শহর থেকে ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে ছাত্র-জনতা তোফায়েল আহমেদ বাড়ির সামনে আসে। রাত সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ক্ষমতার কেন্দ্রে থাকা অবস্থায় এই বাসা থেকেই তোফায়েল আহমেদ তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

এ বিষয়ে জানতে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। ভোলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক লিটন আহমেদকে ফোন করলে তিনি গণমাধ্যমকে জানান, রাত সোয়া তিনটা পর্যন্ত তারা আগুনের কোনো ফোন পাননি।

Header Ad
Header Ad

রাজধানীতে ২৬১০ গোলাপী বাস চলাচল শুরু, উঠতে হবে টিকিট কেটে

রাজধানীতে ২৬১০ গোলাপী বাস চলাচল শুরু। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীতে আজ থেকে চালু হয়েছে নতুন কাউন্টারভিত্তিক বাস সেবা, যেখানে ২৬১০টি গোলাপী বাস চলাচল শুরু করেছে। গাজীপুর-ঢাকা সড়কের বিভিন্ন রুটে এই বাসগুলো চলবে। প্রথম পর্যায়ে ২১টি কোম্পানির বাস এই পদ্ধতিতে চলাচল করবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম আজ (৬ ফেব্রুয়ারি) সকালে বাস চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে জানান, এই উদ্যোগটির লক্ষ্য যাত্রীসেবার মান বৃদ্ধি, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট কমানো।

তিনি আরও বলেন, ভাড়ার কোনো পরিবর্তন হবে না এবং শিক্ষার্থীরা আগের মতো হাফ ভাড়ায় যাতায়াত করবে।

এই নতুন ব্যবস্থায় কন্ট্রাক্ট সিস্টেম বন্ধ করা হয়েছে এবং যাত্রীদের কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। এছাড়া, যাত্রীরা শুধুমাত্র নির্দিষ্ট স্টপেজে ওঠানামা করতে পারবেন, বাসগুলো অন্য কোথাও থামবে না। বাসে চলাচল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে কাউন্টার থেকে অভিযোগ জানানো যাবে।

পরবর্তী সময়ে মিরপুর, মোহাম্মদপুরসহ অন্যান্য রুটেও এই কাউন্টার সিস্টেম চালু হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনের পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, শুধু চালক-মালিক নয়, যাত্রীদেরও সচেতন হতে হবে।

এছাড়া, ডিএমপি কমিশনার মালিকদের প্রতি চালকদের অ্যাপয়েনমেন্ট লেটার দেওয়ার আহ্বান জানান।

Header Ad
Header Ad

ডেভিড বিসলির সঙ্গে জাইমাসহ বিএনপি নেতাদের সাক্ষাৎ

ডেভিড বিসলির সঙ্গে জাইমাসহ বিএনপি নেতাদের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি ও সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা।

প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি। তিনি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (WFP) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য তার নেতৃত্বে সংস্থাটি ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফরও করেছিলেন।

বিএনপির প্রতিনিধি দলটি ডেভিড বিসলির পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস ও লেবার বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ. ডেস্ট্রোর সঙ্গেও সাক্ষাৎ করেছে।

ফেসবুক পোস্টে বলা হয়, রবার্ট এ. ডেস্ট্রো বর্তমানে ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করছেন। তিনি একজন বিশিষ্ট আমেরিকান আইনজীবী, শিক্ষাবিদ ও মানবাধিকার বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কমিশনের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সংবিধান, কর্মসংস্থান ও নির্বাচন আইনে বিশেষজ্ঞ হিসেবে তিনি পরিচিত।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় শেখ মুজিবের ম্যুরাল ও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর

চুয়াডাঙ্গায় শেখ মুজিবের ম্যুরাল ও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর। ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে ‘২৪-এর বিপ্লবী ছাত্রজনতা’ শীর্ষক একটি ব্যানার থেকে ‘বুলডোজার মিছিলের’ কর্মসূচির ডাক দেয়া হয় চুয়াডাঙ্গায়।

প্রতিবাদকারীরা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা’ দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা এমন নানা স্লোগানে চুয়াডাঙ্গা শহর প্রকম্পিত করে তোলে বিক্ষুব্ধ ছাত্রজনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে প্রথমে জেলা কালেক্টর ভবনের সামনে শেখ মুজিব ও ফজিলাতুন্নেছার ম্যুরালটি গুঁড়িয়ে দেয়া হয়।

এরপর চুয়াডাঙ্গা  আওয়ামী লীগের জেলা কার্যালয় ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্রজনতা। জুলাই গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। গণ-অভ্যুত্থানের ৬ মাস ছিল গতকাল বুধবার। 

এ সময় উপস্থিত ছিলেন সদর থানা পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য ও গণমাধ্যম কর্মীগণ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাজধানীতে ২৬১০ গোলাপী বাস চলাচল শুরু, উঠতে হবে টিকিট কেটে
ডেভিড বিসলির সঙ্গে জাইমাসহ বিএনপি নেতাদের সাক্ষাৎ
চুয়াডাঙ্গায় শেখ মুজিবের ম্যুরাল ও আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ধানমন্ডি ৩২-এ নারীসহ দুজনকে মারধর
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার
হাসনাত আবদুল্লাহর বাসভবন গুড়িয়ে দিল ছাত্র-জনতা
তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, আগুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ আবাসিক হলের নতুন নাম দিলেন শিক্ষার্থীরা
ফেব্রুয়ারি-মার্চজুড়ে ছাত্র-জনতার দখলে থাকবে রাজপথ: নাহিদ
কুমিল্লার সাবেক এমপি বাহারের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
ইসলামের নামে রাজনীতি করে জনগণের সঙ্গে মুনাফিকি করছে জামায়াত: রিজভী
কঙ্গোর কারাগারে কয়েক শ নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা
ঢাবিতে প্রাইভেটকারে নিয়ন্ত্রণ হারিয়ে আহত সমন্বয়ক সারজিস
বিরতির পর সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিছক ভাঙা নয়, বরং বিকল্প গড়ারও লড়াই: উপদেষ্টা মাহফুজ
‘দেশপ্রেমিক নাগরিকবৃন্দ হাসিনার উসকানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন’:জামায়াত আমির
খুলনায় ছাত্র-জনতার উচ্ছ্বাস, বুলডোজারের আঘাতে মাটিতে মিশে গেল ‘শেখ বাড়ি’
ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার ঢল, বুলডোজার ছাড়াই গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা
আমরা কী করলাম, সেটি ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে : প্রধান উপদেষ্টা
হাসিনার বিচারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান