ঝালকাঠিতে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ শুরু
ঝালকাঠির নলছিটিতে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। রবিবার (২১মে) সকালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে নলছিটি খাদ্য গুদাম কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, জেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হোসাইন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জব্বার, উপজেলা কৃষক লীগের সভাপতি ও কাউন্সিলর ফিরোজ আলম খান, সাধারন সম্পাদক মো. মহসিন হাওলাদার প্রমুখ।
উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ৫৮০ মেট্রিক টন ধান ও ২৪৪৩ মেট্টিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা ও প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা।
এসআইএইচ