বরগুনায় কমিটি নিয়ে জটিলতা, হতাশ বিএনপির নেতা-কর্মীরা
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির ১০ দিন পার হলেও নতুন করে কমিটি গঠনে তৎপরতা নেই। তাই কেন্দ্রঘোষিত ১০ দফা দাবির আন্দোলনকে সামনে রেখে বরগুনায় নেতৃত্বশূন্য হয়ে পড়ছে বিএনপি। এতে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে।
স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বরগুনা জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা, যুগ্ম আহ্বায়ক সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ এবং প্রয়াত সদস্য সচিব তারিকুজ্জামান টিটুর বিরুদ্ধে কমিটিতে পদ-বাণিজ্যের অভিযোগে দলের স্থানীয় নেতা-কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন। এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, নির্বাহী সদস্য আমিনুল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তদন্ত শেষে গত মার্চে প্রতিবেদন জমা দেয়। পরে গত ১৭ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ স্বাক্ষরিত এক চিঠিতে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তের বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক, অসাংগঠনিক ও অরাজনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদনের আলোকে বরগুনা জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো।
এ ছাড়া এমরান সালেহ স্বাক্ষরিত ওই চিঠিতে বিএনপির বরিশাল বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হককে জেলার নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠনের প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়।
এদিকে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার ১০ দিন পার হলেও তেমন কোনো উদ্যোগ না নেওয়ায় বরগুনা জেলা বিএনপির নেতৃত্ব শূন্যের কোটায় দাঁড়িয়েছে। ফলে জেলা বিএনপিসহ ৫টি উপজেলায় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা বলেন, কমিটি বিলুপ্তির পর নতুন কমিটি ঘোষণার সময় পেরিয়ে ১০ দিন হয়ে গেলেও জেলা বিএনপির নেতৃত্ব দেওয়ার কোনো আভাস আমরা তৃণমূল নেতা-কর্মীরা পাচ্ছি না। আমরা বুঝতে পারছি না জেলা বিএনপি নেতৃত্বশূন্য অবস্থায় কীভাবে কেন্দ্রঘোষিত ১০ দফা দাবিতে মাঠে থাকব।
এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে। এসব অভিযোগের তদন্ত করেছে কেন্দ্রীয় বিএনপি। আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় বিএনপি বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে। তবে চিঠির বাইরে নতুন করে কমিটির বিষয় নিয়ে এখনো কিছুই জানানো হয়নি।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানিয়েছেন, এখানে হতাশার কোনো কিছু নেই। কয়েকদিনের মধ্যে বরগুনা জেলা বিএনপির কমিটি দেওয়া হবে এবং এ বিষয়ে ইতোমধ্যে বিভাগীয় সাংগঠনিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। আর বর্তমানে উপজেলার কমিটি যেভাবে আছে আপাতত সেভাবেই থাকবে। জেলায় নতুন কমিটি দেওয়ার পর উপজেলা কমিটির বিষয়ে সিদ্ধান্ত হবে।
এসজি