প্রযুক্তিগত কারণে স্বাধীনতা দিবসের ব্যানারে ‘স্বাধীনতা’ বানান ভুল!
ঝালকাঠির নলছিটিতে স্বাধীনতা দিবসে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানের পতাকা মঞ্চের ব্যানারে ‘স্বাধীনতা’ শব্দের বানানই ভুল করেছে কর্তৃপক্ষ। স্বাধীনতার বদলে লেখা ‘স্বাধীনত’। প্রযুক্তিগত কারণে এ ভুল হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ।
রবিবার (২৬ মার্চ) সকালে প্যারেড গ্রাউন্ডে বিষয়টি সবার দৃষ্টি কাড়ে। সেটি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
কর্তৃপক্ষের এমন উদাসীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ বলেন, ‘অনুষ্ঠানে পাঁচ-ছয়টি ব্যানার টাঙানো হয়। তার মধ্যে প্রযুক্তিগত কারণে একটি ব্যানারেই ভুল ছাপা হয়েছে। যা পরে আমাদের চোখে পড়েছে। এটা খুবই দুঃখজনক।’
বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইউএনও জান্নাত আরা নাহিদ।
এসজি