ফেরিঘাটের চাঁদাবাজি নিয়ে সংঘর্ষে আহত ২
বরগুনার ফেরিঘাটগুলোতে আবারও বেড়েছে যাবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণের নামে বেপরোয়া চাঁদাবাজি। এ নিয়ে প্রায়ই ঘটছে সংঘর্ষের ঘটনাও। সবকিছুর পরেও এ বিষয়ে প্রশাসনের তেমন একটা পদক্ষেপ নেই। শনিবার (২৫ মার্চ) দুপুরে জেলার আমতলী-পুরাকাটা ফেরিঘাটের আমতলী ঘাটে চাঁদা ওঠানোকে কেন্দ্র করে এমনই এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিয়ারা বেগম ও ইমরান নামের ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আমতলী-পুরাকাটা ফেরিঘাটের দুই পাড়েই যাবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণের নামে চাঁদা আদায় হয়। বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে বরগুনা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে টোকেন ধরিয়ে দিয়ে দীর্ঘদিন যাবত এমটাই চলে আসছিল।
কিন্তু শনিবার দুপুরে এ নিয়ে আমতলী ঘাটে স্থানীয় শ্রমিক জিয়াউর রহমান, রজ্জাক ফকিরসহ কয়েক জনের সঙ্গে চাঁদা আদায়কারীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রানা, হৃদয়সহ আট থেকে দশ জন চাঁদা আদায়কারী তাদের লোহার রড, হাতুড়ি দিয়ে হামলা করে। এ সময় পাশে থাকা পিয়ারা বেগম ও ইমরান নামের দুই জন আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাংকিতা মন্ডল তৃনা বলেন, ইমরান নামের আহত এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অপর এক নারীকে এখানে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএজেড