ঝালকাঠিতে বাস খাদে পড়ে নিহত ২
ঝালকাঠিতে যাত্রীবাহী বিআরটিসি বাস খাদে পড়ে ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ মার্চ) সকাল পৌনে ১০টায় ঝালকাঠি-ভান্ডারিয়া-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার কানুদাশকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও আহত যাত্রীরা জানায়, বরিশাল থেকে যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশে সকাল ৬টায় বিআরটিসি বাসটি ছেড়ে আসে। বাস ছাড়ার পরে চালক, হেলপার ও সুপার ভাইজারদের মধ্যে বাকবিতণ্ডা হয় কয়েক দফায়। এ কারণে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। রাজাপুরের কানুদাসকাঠি নামক স্থানে বাসটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের সুপারভাইসার ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ১৫ জন যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা গুরুতর।
এ ব্যাপারে রাজাপুর থানার ওসি পুলিক চন্দ্র রায় জানান, ঘটনাস্থলে সুপারভাইজার ও এক বাসযাত্রী নিহত হন। অন্তত ১২/১৫ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার পরপর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দ্রুত গাড়ি চলাচল স্বাভাবিক করে। মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআইএইচ