শিক্ষার পরিবেশ নিশ্চিতসহ ৪ দাবিতে মানববন্ধন
শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন ও শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখা। বৃহস্পতিবার (২৩ মার্চ) সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সহসভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ বরিশালের জেলা সদস্য সচিব ডঃ চক্রবর্তী, বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সিকদার, ব্রজমোহন কলেজ শাখার সদস্য রিয়া মনি প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষাঙ্গন ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তৈরি করে, এই বাংলাদেশকে ভবিষ্যতে যারা এগিয়ে নিয়ে যাবে সেই মানুষ তৈরি করে। কিন্তু শিক্ষাঙ্গনে রেগিং-এর নামে শিক্ষার্থীদের যদি নির্যাতন করা হয় তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি মানুষ তৈরি হবে? এদেশে সরকার দলীয় ছাত্র সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের কোন উদ্যোগ নেই সরকারের।
ছাত্রদের শিক্ষাঙ্গন পবিত্র, শিক্ষাঙ্গন যেখানে মানুষ পড়ালেখা করতে যাওয়ার কথা, সেই ছাত্র হল গুলোতে ছাত্রদের রেগিং দেওয়া হচ্ছে, নির্যাতন হচ্ছে, ছাত্রদের উপর নানান রকমের হয়রানি করা হচ্ছে। অন্যদিকে কাগজপত্রের দাম বাড়িয়ে শিক্ষাক্ষেত্রকে দুর্বল বানানো হচ্ছে। তাই এই মানববন্ধনের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সকল সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার দাবি জানাই।
দাবি গুলো হলো- শিক্ষাঙ্গনের ছাত্রলীগের সন্ত্রাস নির্যাতন দখলদারিত্ব প্রতিরোধ করো, শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন ও শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করো, গেস্টরুম গণরুম ও রেগিং এর নামে ছাত্র নির্যাতন বন্ধ কর, খাতা কলমসহ সকল শিক্ষা উপকরণের দাম কমাও।
এএজেড