মেয়ের আপত্তিকর ভিডিও দেখে মায়ের আত্মহত্যা
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
বরগুনার তালতলীতে এক কিশোরীর আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার লজ্জায় তার মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১২ মার্চ) সকালে এ অভিযোগ করেন মৃতের স্বজনরা।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, তালতলীর সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার সুলতান হাওলাদারের ছেলে আসাদুল একই এলাকার বাসিন্দা ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয় এবং এক পর্যায়ে ভিডিও কলে কথা বলে। এ সময় রেকর্ড করে রাখা একটি ভিডিওটিকে আপত্তিকরভাবে ওই কিশোরীর মায়ের কাছে উপস্থাপন করে গত ৮ মার্চ টাকা দাবি করে আসাদুল। কিন্তু ওই নারী টাকা দিতে না পারায় মেয়ের ভিডিও ম্যাসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় আসাদুল। লজ্জায় ৯ মার্চ সকালে ব্যাটারির 'এসিড' পান করে মা। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ১০ মার্চ ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করা হয়।
ওই কিশোরীর অভিযোগ, আসাদুল আমাকে উত্যক্ত করত। একটা সময় আমি তার সাথে কথা বলি। পরে ব্লাকমেইল করে ভিডিও কলে কথা বলতে বাধ্য করে এবং ভিডিও রেকর্ড করে আপত্তিকরভাবে উপস্থাপন করে তা আমার মাকে দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না পারায় ভিডিও ছড়িয়ে দেওয়ার লজ্জায় আমার মা আত্মহত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। বিচার না পেলে আমিও আত্মহত্যা করব।
মেয়েটির বাবা বলেন, কাজের সুবাদে আমি ঢাকায় থাকি। স্ত্রীর মৃত্যুর খবর শুনে বাড়িতে এসে সব শুনেছি। আমি সুষ্ঠু বিচারের জন্য মামলার লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি।
এদিকে আসাদুল ও তার পরিবারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ঘটনার পর তারা গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)