বরিশালে আগুনে পুড়ে নিঃস্ব ৮ পরিবার
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
বরিশাল নগরীতে একটি ঘরে আগুন লেগে ৮টি পরিবারের সব জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শনিবার (১১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মরকখোল পোল সংলগ্ন ১৯ নম্বর ওয়ার্ডে নতুন বাজার আদি শ্মশান এলাকায় এ ঘটনা ঘটেছে।
আগুন লাগার ১০ মিনিটের মধ্যে ৮টি পরিবারের টিনের ঘরসহ সব জিনিসপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে এই অগ্নিকাণ্ড থেকে পার্শ্ববর্তী আরও অন্তত ৩০ থেকে ৪০টি ঘর রেহাই পায়। এ ঘটনায় তপন, সুনীল, নিরোধ, পেয়ারা বেগম, কালু, অরুন গোঁসাই ও মো. জামালের ঘরে আগুন লেগে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের চটপটি ব্যবসায়ী কালু বলেন, ‘সব পুইড়া শ্যাষ হইয়া গ্যাছে। ভোর সোয়া ৫টার দিকে আগুন লাগে। ঘরের মালামাল কিছুই বাইর করতে পারি নাই। আমরা পরিবারে চাইর জন লোক সংখ্যা কোনো রহম ঘর দিয়া বাইরে আইছি। চোখের সামনে সব পুইড়া ছাই হইয়া গ্যাছে। কিছুই করতে পারি নাই। এহন কোথায় থাকমু, কি খামু? দুই মাস আগে ব্যাংক দিয়া লোন লইছি; হেই টাহাও পুইড়া গ্যাছে।’
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী দুর্জয় বলেন, ‘আমার মাসির ঘরে আগুন লেগে সব কিছু পুড়ে গেছে। তারা ঘর থেকে কিছুই বের করতে পারেনি। মাসির ঘরে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়াও আট পরিবারের ক্ষতিগ্রস্তর সম্পদ হিসেব করলে প্রায় ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো পরিবারই ঘর থেকে কিছুই বের করতে পারেনি।’
এ ব্যাপারে ফায়ার সার্ভিস বরিশালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. বেলাল উদ্দিন বলেন, ‘খুব সকালে এ ঘটনা ঘটে। সবাই ঘুমিয়ে ছিল। তাই পরিবারের লোকজন কোনো রকমে বের হয়। তারা ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেনি।’
তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।
এসআইএইচ
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)