২ দিনের ধর্মঘট শেষে বরগুনায় বাস চলাচল শুরু

শেষ হয়েছে বরগুনা জেলা বাস মালিক সমিতির দুই দিনের ধর্মঘট। ধর্মঘট শেষে শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে বরগুনা থেকে দূরপাল্লার সব বাস চলাচল শুরু হয়েছে।
বরগুনা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার সকাল থেকেই টিকিট কাউন্টারগুলো খুলে দেওয়া হয়েছে। যাত্রীদের কাছে টিকিটও বিক্রি হচ্ছে। সন্ধ্যা থেকে দূরপাল্লার বাসগুলোও চলাচল শুরু করেছে। তবে আন্তঃজেলা ও আঞ্চলিক যাত্রীবাহী বাসগুলো রবিবার ভোর ৬টা থেকে চলাচল শুরু করবে।
প্রসঙ্গত, সড়কে অটোরিকশা, থ্রি-হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ৪ ও ৫ নভেম্বর ধর্মঘটের ডাক দেয় বরগুনা জেলা বাস মালিক সমিতি। তাই দুই দিন যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল।
এসজি
