পর্যটকে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত
পর্যটকে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের আনাগোনা বেড়েছে কয়েকগুণ। শারদীয় দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটিতে সৈকতে ঢেউয়ের সঙ্গে মিতালিতে নেমেছেন হাজারো পর্যটক।
হোটেলে রুম খালি না থাকায় পর্যটকদের আবাসন সুবিধা দিতে হিমশিম খাচ্ছেন হোটেল-মোটেল মালিকরা।
শারদীয় দুর্গাপূজা, মিলাদুন্নবীর ছুটি এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি মিলিয়ে লম্বা ছুটিতে বেরিয়ে পড়েছেন ভ্রমণ পিপাসুরা। এবার ভিড় করেছেন কুয়াকাটায়। প্রচুর পর্যটক এসেছে। থাকার জায়গা না পেয়ে অনেক পর্যটক আশপাশের বাসায় রাত্রিযাপন করছেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ৯০ ভাগ হোটেলের রুম আগাম বুকিং হয়ে গেছে। প্রতি বছরের বিশেষ বিশেষ দিনগুলোতে এমনিতেই কুয়াকাটায় পর্যটকদের বাড়তি উপস্থিতি দেখা যেত। পদ্মা সেতু চালু হওয়ার পর সাপ্তাহিক ছুটিসহ সরকারি ছুটির দিনগুলোতেও কুয়াকাটায় পর্যটকের ভিড় একটু বেশি দেখা যায়।
ছুটির শেষ দিন শনিবার সকালে সৈকতে কথা হয় ঢাকা থেকে বেড়াতে আসা সালমা বেগমের সঙ্গে। তিনি বলেন, পরিবারসহ এই বন্ধে বেড়াতে এসেছি। এর আগে কুয়াকাটায় আসতে ফেরিতে ভোগান্তি পোহাতে হতো। তবে এবার অল্প সময়ে বাসে করে কুয়াকাটায় পৌঁছেছি। খুব ভালো লাগছে।
পর্যটক আব্দুল কাইউম ঢাকাপ্রকাশ-কে বলেন, আগের চেয়ে কুয়াকাটায় এখন অনেক বেশি পর্যটক আসে। খুব ভালো লাগছে। আমরা ঢাকা থেকে এসেছি। তবে হোটেল রেস্তোরাঁগুলোতে দাম অনেক বেশি।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ ঢাকাপ্রকাশ-কে বলেন, পূজাসহ বিভিন্ন সরকারি ছুটির বন্ধ উপলক্ষে পাঁচ থেকে ছয় দিন কুয়াকাটা হোটেলে প্রায় ১০০ ভাগ বুকিং হয়ে গেছে। আশা করছি সব বন্ধের সময়েই এ রকম পর্যটকদের আনাগোনা থাকবে কুয়াকাটায়।
ছুটিতে আসা পর্যটকদের নিরাপত্তায় পুলিশের কয়েকটি দল প্রস্তুত রয়েছে জানিয়ে কুয়াকাটা পর্যটন পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, সবার নিরাপত্তা দিতে আমরা তৎপর রয়েছি। সাগরের পানিতে গোসল করতে নেমে কেউ যাতে দুর্ঘটনার শিকার না হন, এজন্য তাদের সতর্ক করতে পর্যটন পুলিশের আলাদা দল তৎপর রয়েছে।
এসএন