ভোলায় ১৮ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস
ভোলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা মূল্যের ৩৭টি নিষিদ্ধ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।
শুক্রবার (২৯ জুলাই) জেলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের জগার খাল মাছঘাট এলাকা থেকে এই জাল আটক করা হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেয় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহসহ কোষ্টগার্ড দক্ষিণ জোন, র্যাব ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে বেহুন্দি জাল, চরঘেরা মশারি জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ নিষিদ্ধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, বেহুন্দি, মশারি, চরঘেরা জালে মাছের ডিম এবং অতি ছোট মাছ আটকা পড়ে। এতে করে মৎস্য সম্পদের প্রচুর ক্ষতি হয়। তাই এসব মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করার জন্যই এই বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসজি/