সুদ কারবারির প্রতারণায় অতিষ্ঠ এলাকাবাসীর মানববন্ধন
বরগুনায় আবু নামে এক সুদ কারবারির প্রতারণা ও অপকর্মে অতিষ্ঠ হয়ে মানবন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। এতে অংশ নেন ভুক্তভোগী পরিবার, এলাকাবাসীসহ কয়েশত মানুষ।
শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সবুর খান ও চেয়ারম্যান মনিরুজ্জামান নসাও।
মানবন্ধনে বক্তারা লতাবাড়িয়া এলাকার হজরত আলীর ছেলে আবু মিয়ার বিরুদ্ধে সুদের টাকা দিতে না পারলে হামলা, মামলা, হয়রানি ও নারীদের সম্ভ্রমহানিসহ নানা অপকর্ম ও প্রতারণার অভিযোগ করে বিচার ও এলাকা ছাড়ার দাবি জানান।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান নসা জানান, প্রতারণা ছাড়াও আবুর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
এসআইএইচ