হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু
বরগুনায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার ২১ দিন আগে সিজার করাসহ হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) এ অভিযোগ করেন নবজাতকের পিতা তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের রাজু মিয়া।
নবজাতকের স্বজনরা জানান, রাজুর স্ত্রী জাকিয়ার ডাক্তারি পরীক্ষায় আল্ট্রাসনোগ্রামের তথ্যমতে তার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার ২১ দিন আগে সিজার করেন তালতলীর দোয়েল ক্লিনিকে। সিজারের ২দিন পরই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা যায় ওই নবজাতক।
নবজাতকের পিতা রাজু মিয়া বলেন, দোয়েল ক্লিনিক থেকে আল্ট্রাসনোগ্রামের তথ্যে নবজাতক ভূমিষ্ট হওয়ার তারিখ ১৫ আগষ্ট। কিন্তু গত ২৩ জুলাই ক্লিনিক কর্তৃপক্ষ আমাকে ভুল বুঝিয়ে সিজার করেন। এ ছাড়াও তাদের দারুণ অবহেলায় ২ দিন পরই আমার পুত্র সন্তানটি মারা যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচার চাই আমি।
ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রশেনজিত কুন্ড অনিক জানান, শিশুটি ভূমিষ্ট হওয়ায় জন্মগত ক্রুটি ছিল। ঠাণ্ডা আবহাওয়ার কারণে পটুয়াখালী ও বরিশালের শিশু বিশেষজ্ঞদের কাছে নিয়ে যেতে বলেছিলাম।
এ ব্যাপারে বরগুনার সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক জানান, তদন্ত সাপেক্ষে ওই ক্লিনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ