বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ | ২১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

শবে কদরের নামাজের নিয়ম ও দোয়া

ছবি: সংগৃহীত

রমজান মাসের ২১ থেকে ২৯ তারিখের মধ্যে বেজোড় সংখ্যার রাতেই পবিত্র লাইলাতুল কদর। তবে ২৭ রমজান অর্থাৎ ২৬ রমজান দিবাগত রাতকেই কদরের রাত হিসেবে ধরে নেওয়া হয়েছে।

আজ পবিত্র লাইলাতুল কদরের রাত, এরাতে সব ধর্মপ্রাণ মুসলমানগণ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকে। এই জন্য অনেকেরই শবে কদরের রাতের নামাজের নিয়ম, কিভাবে পড়তে হয়, কোন দোয়া দিয়ে পড়তে হয় এবং পাশাপাশি এই রাতের ফজিলত সম্পর্কে জানতে চায়। তাই চলুন আজকে আমরা জেনে নেই শবে কদর রাতের নামাজের নিয়ম, দোয়া ও ফজিলত সম্পর্কে-

‘শবে কদর’ ফারসি ভাষা আর কোরআনের ভাষায় এ রাতের নাম ‘লাইলাতুল কদর’ অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। আরবি ভাষায় ‘লাইলাতুল’ অর্থ হলো রাত্রি বা রজনী এবং ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা বা মহাসম্মান। এ ছাড়া এর অন্য অর্থ হলো—ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা। যেহেতু এ রাতের মাধ্যমে আমাদের ভাগ্য নির্ধারিত হয়ে থাকে তাই আমাদের সব মুসলমানদের উচিত ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে দেওয়া।

শবে কদরের নামাজ: রাতে দুই রাকাত করে যত সুন্দর করে, ইখলাসের সঙ্গে, খুশু-খুজুসহকারে নফল নামাজ পড়া যায় ততই ভালো। এই রাতে কোরআন তেলাওয়াত করবেন। বেশি বেশি দোয়া-ইস্তেগফার পড়বেন। তওবা করবেন। ২০ রাকআত তারাবি পড়ার পর যত রাকআত ইচ্ছে নফল নামাজ পড়তে পারেন। মাঝ রাত হতে শেষ রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারেন। কারণ, তাহাজ্জুদ মহান আল্লাহর নৈকট্য হাসিলের বড় মাধ্যম। তাই ইসলামে এই নামাজের গুরুত্ব ও মর্যাদা অনেক বেশি।

নামাজের পদ্ধতি: লাইলাতুল কদরের বিশেষ কোনো নামাজ কিংবা পদ্ধতি নেই। কদরের নামাজে বিশেষ সুরা পড়তে হবে-এমন কথা লোকমুখে প্রচলিত আছে, তবে এর কোনো ভিত্তি নেই। নামাজের আলাদা কোনো দোয়া বা মোনাজাত নেই। অনেকে তিন বার করে সুরা পড়েন। এসব বিশুদ্ধ পদ্ধতি নয়, জরুরি বা বাধ্যতামূলকও নয়। নিজের মতো করে দোয়া করবেন, নামাজে সুরা কেরাত পড়বেন অন্য সময়ের নফল নামাজের মতো। বিশেষ করে এই রাতে মাগরিব ও এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করা উচিত। তাহলে হাদিস অনুযায়ী শবে কদরের ফজিলত লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ।

হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে পড়ে, সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে।’ (মুসলিম: ৬৫৬

শবে কদরের দোয়া:

মাহে রমজানের শেষ দশকের যেকোনো রাত শবে কদর হতে পারে। তাই প্রত্যেকটি বেজোড় রাতে ইবাদত করা উচিত। এ রাতে পাঠ করার জন্য হাদিসে বর্ণিত একটি দোয়া রয়েছে।

হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রসুল, আমি যদি জানতে পারি যে, কোন রাতটি লাইলাতুল কদর তাহলে তখন কোন দোয়া পড়বো? তখন তিনি বললেন, তুমি বলো

اللَّهمَّ إنَّك عفُوٌّ كريمٌ تُحِبُّ العفْوَ، فاعْفُ عنِّي

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারিম; তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি।

অর্থ: হে আল্লাহ, আপনি মহানুভব ক্ষমাশীল। আপনি ক্ষমা করতে পছন্দ করেন। অতএব আপনি আমাকে ক্ষমা করুন।’ (তিরমিজি, হাদিস : ৩৫১৩)।

Header Ad
Header Ad

যশোর সীমান্ত থেকে ৫ কোটি ১২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

যশোর সীমান্ত থেকে ৫ কোটি ১২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ। ছবি: ঢাকাপ্রকাশ

যশোরের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গত এক মাসে ৫ কোটি ১২ লাখ ২০ হাজার ৫২০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, থ্রী-পিচ, তৈরি পোশাক, মোবাইল, ঔষধ, মলম, কীটনাশক এবং বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস নোটে জানান, ০১ ফেব্রুয়ারি হতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসে বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

তিনি আরও জানান, বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাকারবারি কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্যসামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Header Ad
Header Ad

অনেক কো-আর্টিস্ট, ডিরেক্টর তখন আমার সঙ্গে কাজ করতে চাইতেন না: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে টেলিভিশন ও ছোট পর্দায় নিয়মিত অভিনয় করে আসছেন সাদিয়া জাহান প্রভা। একসময় তার রূপ ও অভিনয় নৈপুণ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে ব্যক্তিগত জীবনের একটি অপ্রত্যাশিত ঘটনায় তার ক্যারিয়ারে বড় ধস নেমে আসে।

সেই ধাক্কা সামলে আবারো ক্যারিয়ার পুনর্নির্মাণে চেষ্টা করছেন প্রভা, এবং তিনি অভিনয়ে নিয়মিত হচ্ছেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রভা, যেখানে তিনি নিজের অভিনয় জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাসহ শোবিজের সিন্ডিকেট নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।

প্রভা জানান, "সিন্ডিকেট কখনো গেছে, কখনো এসেছে— সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছিল। সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না।"

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

প্রভা ১১-১২ সালের দিকে ক্যারিয়ারে এক বড় গ্যাপের কথা তুলে ধরে বলেন, "এ সময় আড়াই বছরের মতো বিরতি ছিল। তারপর যখন আবার কাজ করতে ফিরলাম, তখন অনেক ডিরেক্টর ও কো-আর্টিস্টরা আমার সঙ্গে কাজ করতে চাইতেন না। এমনকি এখনো অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না।"

তবে অভিনেত্রী উল্লেখ করেন, কখনোই সরাসরি তার মুখের ওপর 'না' বলা হয়নি। তিনি জানান, "সম্পর্ক সুন্দর রাখার জন্য অ্যাটিচিউড দিয়ে বোঝানো হতো যে হয়তো আর কো-অপারেট করা হবে না।"

প্রভা আরো বলেন, "এমন পরিস্থিতির মধ্যে আমি কখনো বুঝতে পারিনি সিন্ডিকেট গেছে কিনা, আদৌ শুরু হয়েছে কি না। কারণ আমি অনেক আগেই এই বিষয়গুলো সামলেছি।"

বর্তমানে প্রভা মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং সেখানে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। বিশ্ববিখ্যাত মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শো’য়ের সঙ্গে যুক্ত থাকা এ প্রতিষ্ঠানেই কাজ করছেন তিনি। সম্প্রতি দেশে ফিরে আবারও শোবিজে নিজের জায়গা তৈরির জন্য কাজ শুরু করেছেন প্রভা।

Header Ad
Header Ad

ভয়াবহ দাবানলের কবলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ২০ স্থানে ছড়িয়েছে আগুন (ভিডিও)

ভয়াবহ দাবানলের কবলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এবার ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। দেশটির লাতাকিয়া অঞ্চলে ছড়িয়ে পড়া আগুন নিয়ে দীর্ঘ সাত ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে স্বেচ্ছাসেবী সংস্থা ‘হোয়াইট হেলমেটস’। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসায় তেমন বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

বুধবার (৫ মার্চ) মিডল ইস্ট মনিটর নামক সংবাদমাধ্যমে এই দাবানলের খবরটি প্রকাশিত হয়।

সিরিয়ার লাতাকিয়া অঞ্চলের পাহাড়ি এলাকায় আগুনের ভয়াবহ শিখা এবং ধোঁয়ার কুণ্ডলীতে আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। দাবানল নিয়ন্ত্রণে আসতে স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটস দিনরাত এক করে কাজ করেছে। টানা সাত ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই প্রচেষ্টায়, একটি দল পাহাড়ের নিচ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, অন্য একটি দল আগুনের ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করার কাজ চালায়।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০টি পৃথক স্থানে ছড়িয়ে পড়া আগুন সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে হোয়াইট হেলমেটস। তবে দাবানলের প্রকৃত কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এমন পরিস্থিতিতে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো রাতভর ফ্ল্যাশিং লাইট জ্বালিয়ে পাহাড়ি পথে টহল দিয়েছে। দমকল কর্মীরা জানিয়েছেন, জরুরি পরিস্থিতির মধ্যে কাজ করলেও পাহাড়ি পথ, তীব্র বাতাস এবং পানি সরবরাহের অভাব তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ ছিল।

স্থানীয়দের মতে, দাবানল যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যেত, তবে তা আশপাশের বসতিগুলোর দিকে ছড়িয়ে পড়তে পারত, যা একটি বড় বিপর্যয়ের সৃষ্টি করত।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

যশোর সীমান্ত থেকে ৫ কোটি ১২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
অনেক কো-আর্টিস্ট, ডিরেক্টর তখন আমার সঙ্গে কাজ করতে চাইতেন না: প্রভা
ভয়াবহ দাবানলের কবলে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, ২০ স্থানে ছড়িয়েছে আগুন (ভিডিও)
নাগরিক পার্টি ছাড়লেন আবু হানিফ, ফিরে গেলেন গণ অধিকার পরিষদে
প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা
রোজায় বেড়েছে আনারসের চাহিদা, দ্রুত পাকাতে রাসায়নিক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি
সন্তানের জন্য ‘ডন থ্রি’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন কিয়ারা
অস্থিরতার কারণে এ বছর নির্বাচন কঠিন হবে: রয়টার্সকে নাহিদ ইসলাম
চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
বিয়ে বাড়িতে প্রবেশের আগমুহূর্তে বরের মৃত্যু
মুশফিক অযু ছাড়া ব্যাট-বল স্পর্শ করতেন না: মুশফিকের স্ত্রী
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো উন্নতি বাংলাদেশের
ছাত্র-জনতা কোথাও অভিযান চালাতে পারে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্রান্সে মুসলিম খেলোয়াড়দের রোজায় নিষেধাজ্ঞা
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদসহ ৯ বিশিষ্ট ব্যক্তি
রাবিতে সভাপতি নিয়োগ নিয়ে দুই পক্ষের ধস্তাধস্তি
মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব
‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে পরীমণি, আলোচনায় শেখ সাদী
আতিউর, বারাকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কিশোরগঞ্জ বার নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়জয়কার