নতুন বাড়িতে ওঠার সময় মিলাদ পড়ানো কি জায়েজ নাকি বিদআত?
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
নতুন বাড়িতে উঠলে অনেকেই অনেক আয়োজন করে থাকেন। সেই সাথে বরকত ও কল্যান লাভের জন্য ধর্মীয় আবেগের জায়গা থেকে অনেকেই মিলাদ এর আয়োজন করে থাকেন। কিন্তু ইসলাম কি এই মিলাদ পড়ানোর বিষয়টি সমর্থন করে? এমন প্রশ্ন হয়তো অনেকের মনেই উঁকি দেয়। তাই চলুন এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
সমাজের বহুল প্রচলিত মিলাদ পড়ানোর এই আয়োজন ঠিক নাকি বেঠিক তা নিয়ে দেশের বেসরকারি একটি টেলিভিশনের এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে রুমা নামে একজন জানতে চান, নতুন বাড়িতে ওঠার সময় মিলাদ পড়ানো কি জায়েজ? এটি আমাদের এলাকায় ব্যাপকভাবে প্রচলিত। এর মাধ্যমে কি বরকত ও কল্যান লাভ সম্ভব? নতুন বাড়িতে ওঠার সময় আমাদের আসলে কী করা উচিত?
উত্তরে আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে চেয়েছেন। আল্লাহ নতুন বাড়ি করার তৌফিক দিয়েছেন এর জন্য আল্লার কাছে সন্তুষ্টি প্রকাশ করবেন, দোয়া করবেন, শুকরিয়া আদায় করবেন। এটাই তো মূল কাজ হওয়া উচিত। কিন্তু আপনি সেখানে এলাকার প্রচলনের কথা বলেছেন। যা হলো, নতুন বাড়িতে ওঠার আগে মিলাদ পড়ানো। এটি একটি বিদআতি কাজ।
তিনি আরও বলেন, আমাদের সমাজ এমন অবস্থায় গিয়েছে এখন সুন্নাহের চেয়ে বেদআত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানুষ কবে বুঝবে জানি না। এইগুলা বিচেনার বিষয়। ভাবতে হবে, যে মিলাদ পড়ানোর কথা কি কোথায় লিখা আছে? কোরআনে কোথাও আছে? নেই তো। তাহলে কেন করা হবে এসব? এসব ইসলাম পরিপন্থি কাজ। এসব করলে গুনাহ হবে। এইগুলো হারাম। এসব বিভ্রান্তি। এসব করলে আল্লাহ বরকত তো দেবেনই না। বরং অনেক গুনাহ হবে। এসব প্রচলন থেকে বেরিয়ে আসা উচিত।