হজযাত্রায় বিধিনিষেধ তুলে নিল সৌদি
হজযাত্রায় যাত্রীদের সংখ্যা ও বয়সের বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি আরব। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক-আল রাবিয়াহ সোমবার (৯ জানুয়ারি) জানিয়েছেন, ‘মহামারি রোগের আগে যে অবস্থায় ছিল, সেই অবস্থায় হজ্ব যাত্রীদের সংখ্যা ফিরে আসবে। সঙ্গে বয়সের কোনো বাধ্যবাধকতাও থাকবে না।'
টানা তিন বছর, করোনাভাইরাসের আক্রমণে কোভিড-১৯ মহামারি রোগের কারণে হজ যাত্রীদের সংখ্যায় কড়াকাড়ি আরোপ করেছিল মুসলামনদের সবচেয়ে বড়, পবিত্রতম এবং ধর্মীয়ভাবে সর্বোচ্চ সম্মানিত স্থানগুলোর দেশ সৌদি আরব।
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো হজ। প্রতিটি সক্ষম মুসলিম নর-নারীর জন্য হজ করা ফরজ। জীবনে অন্তত একবার তাদের সবাইকে ইসলাম ধর্মানুসারে অবশ্যই হজ পালন করতে হবে। বিশ্বের প্রতিটি দেশের মুসলিমরাই এই বছরের জুন থেকে হজ করা শুরু করবেন।
২০১৯ সালে প্রায় ২৫ লাখ মুসলিম নারী ও পুরুষ হজ করেছেন। তবে এরপরের দুই বছর করোনাভাইরাসের আক্রমণে কোভিড-১৯ রোগের কারণে হজ যাত্রীর সংখ্যা অত্যন্ত কমে গিয়েছিল এবং মুসলিম প্রধান দেশটিও নানা ধরনের কড়াকড়ি আরোপ করেছিল।
গত বছর করোনাভাইরাসের আক্রমণ কমে যাওয়ায় প্রায় ৯ লাখ মুসলমান হজ করেছেন। তাদের মধ্যে বরাবরের মতো সাত লাখ ৮০ হাজারই বিদেশী মুসলমান। তখন তাদের নেওয়া হয়েছে ৬৫ বছরের মধ্যে এবং সকলের কোভিড-১৯ রোগের টিকা নিতে হয়েছে এবং সেখানেও তাদের টেস্টে নেগেটিভ হতে হয়েছে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনা অনুসারে মোট ৩ কোটি মানুষকে ওমরাহ ও হজ করতে নেবার সক্ষমতা তৈরি করছে সৌদি আরব এবং ২০৩০ সালের মধ্যে হজ থেকে বাৎসরিকভাবে ৫০ বিলিয়ন রিয়াল বা ১৩ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে কাজ করছেন তারা।
ওএফএস/এএস