বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২২ মাঘ ১৪৩১
Dhaka Prokash

পোপ ষোড়শ বেনেডিক্টকে ৬৫ হাজার ভক্তের শ্রদ্ধা

ভ্যাটিকানে সাবেক পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্টের মরদেহে সোমবার (২ জানুয়ারি) পর্যন্ত মোট ৬৫ হাজার ভক্ত শ্রদ্ধা জানিয়েছেন।

সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, ইতালির রোমে খ্রিস্টান ধর্মযাজকদের সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলোর জন্য শাসিত দেশ ভ্যাটিকান থেকে পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্ট চিরকালের জন্য মর্ত্যরে পৃথিবীতে ঘুমিয়ে আছেন একজোড়া লাল বালিশে। তিনি সেন্ট পিটারসের রাজ্যের বাসিলিকাতে শুয়েছেন। সোমবার হাজার, হাজার, ধর্মপ্রাণ খ্রিস্টান সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে একের পর একজন পোপকে সম্মান জানিয়েছেন যিনি একদশক আগে ইতিহাসে প্রধান খ্রিস্টান ধর্মযাজক হিসেবে অবসর গ্রহণ করে বিশ্বকে বিষ্মিত করে দিয়েছেন।

সূর্যের আলো নিভে যাওয়ার পর পোপের শাসনকালকে সহযোগিতা করা ১০ জন কার্ডিনাল জানিয়েছেন, তারা সাবেক পোপ এমিরেটাসকে চিরশান্তিতে ঘুমিয়ে পড়ার কাজে সাহায্য করছেন ও তার চলে যাওয়ার বিষয়াদি রক্ষণাবেক্ষণ করছেন।

তারাই সাবেক পোপের মরদেহ কাঠের বিশেষ খাটিয়াতে কাপড়ে মুড়ে বহন করে এনেছেন বাসিলিয়াতে, আসার পর তার বিশ্রামের স্থল মূল বেদীতে, বেরনিনির সুউচ্চ ব্রোঞ্জ ছাউনির নীচে।
প্রথম তিনটি দিন সন্ধ্যা পর্যন্ত খেয়াল করে তার মরদেহ ও আনুষ্ঠানিক ব্যবস্থাপনার বিশেষ দায়িত্বে নিয়োজিত ইতালির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ২৫ থেকে ৩০ হাজার সোমবার আসতে পারেন। তবে প্রথম দিনের শেষে তাকে সর্বোচ্চ সম্মান করেছেন ৬৫ হাজার মানুষ। তার শবাধারের সম্মানের বিষয়ে নিয়োজিত হয়ে এই তথ্য জানিয়েছে ভ্যাটিকান।

ক্রমাগত অসুস্থ হতে থাকা ৯৫ বছরের সাবেক পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্ট শনিবার সকালে মারা গিয়েছেন। তারপর ‘চ্যাপেল অব দি মনাস্ট্রি’তে শ্রদ্ধা জানানোর পর একটি অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়েছে ষোড়শ বেনেডিক্টকে বাসিলিকাতে।

পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্টের দীর্ঘকালের ব্যক্তিগত সচিব আর্চবিশপ ও তার স্বদেশী উচ্চপযায়ের ধর্মযাজক গিয়ক গ্যান্সভাইন এবং একজন যাজিকা সম্প্রদায়ের নারী, যিনি তার বাড়ির কাজগুলো করতেন, তার অ্যাম্বুলেন্সকে তাদের ভজনালয় থেকে অনুসরণ করেছেন।

নিঃশব্দে ধমীয় রীতিতে শ্রদ্ধা জানিয়ে সাবেক পোপকে নিয়ে আসা হয়েছে বাসিলিকাতে। তারপর সাবেক পোপের শরীরকে একটি পাশের দরজা নিয়ে প্রবেশ করানো হয়েছে।

সুইজারল্যান্ডের গির্জা থেকে আসা একজন বিশেষ সুইস রক্ষী-যাজক সম্প্রদায়ের, সবার আগে আনুষ্ঠানিক ধর্মীয় রীতিতে পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্টকে শ্রদ্ধা জানিয়েছেন।

কয়েকজন নারী তাদের হাত বাড়িয়ে বিনম্র শ্রদ্ধার সঙ্গে সাবেক পোপের পবিত্র দেহ স্পর্শ করে আর্শীবাদ ও ভালোবাসা লাভ করেছেন এবং জানিয়েছেন।

পদবী ও মর্যাদা অনুসারে মানুষদের বাসিলিকাকে প্রবেশের অনুমতি প্রদানের আগেও, ধমীয় প্রার্থনাগুলো পাঠ করা হয়েছে।

পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্টের শবাধারের শেষ বিদায়ের কাজে নিয়োজিত খ্রিস্টান ধমযাজকরা সকালে তার জন্য পবিত্র গির্জাতে বিশেষ বেদিটি সজ্জিত করেছেন। তারপর তারা গণপ্রার্থনা ও দেখার অনুমতি প্রদান করেছেন। সারি, সারি চেয়ার স্থাপন করা হয়েছে তাদের জন্য-যারা ধমীয় ব্যক্তি ও তার শেষ যাত্রায় সঙ্গী হতে চেয়েছেন।

বাসিলিকার দায়িত্বে নিয়োজিত আর্চবিশপ কাডিনাল মাউরো গ্যামবেত্তি পবিত্র জল পাঠ করে তার শরীর জুড়ে ছিটিয়ে দিয়েছেন।

পোপ ষোড়শ বেনেডিক্টের হাতগুলো আলিঙ্গনাবদ্ধ ছিল। তার আঙ্গলুগুলোতে ছিল একটি পবিত্র জপমালা।

সকাল নয়টার সামান্য পরে, বিশ্বসময় আটটা-বাসিলিকার বিরাট দরজাগুলো খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য, যারা ঘন্টার পর ঘন্টা মধ্যরাত, প্রাক- ভোর থেকে অপেক্ষা করেছেন, তাদের প্রার্থনা ও ভালোবাসা সাবেক পোপের জন্য প্রদর্শন করতে।

তাদের সবার ধর্মীয় শাসনকাল তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে ২০১৩ সালে পদত্যাগের মাধ্যমে ছেড়ে দিয়েছেন, ইতিহাসের প্রথম পোপ হিসেবে ৬শ বছরের মধ্যে।

শ্রদ্ধায় পূর্ণ এবং কৌতুহলে মগ্ন-তার আচারাদি, পোপের দর্শন, কার্ডিনালদের দেখা-ভ্যাটিকানে প্রবেশ ইত্যাদি কারণে সাধারণের হচ্ছে। তারা একের পর এক দীর্ঘতম সারিতে বাসিলিকার কেন্দ্রে চিরশায়িত এমিরেটাস পোপ ষোড়শ বেনেডিক্টকে শ্রদ্ধা প্রদশন করছেন। পোপকে তার পোশাকে সাজানো হয়েছে।

দশনাথীরা জানিয়েছেন, তারা মধ্যরাত থেকেও সেন্ট পিটারর্স স্কয়ার ঘিরে রেখেছেন তার জন্য।

পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্টকে তার সহকর্মীরা চিরাচরিত নিয়মানুসারে তার পোপ মুকুটে সাজিয়েছেন, একটি পবিত্র ক্রুশ ধরে রেখেছেন তার হয়ে একজন বিশপ পাশে দাঁড়িয়ে। একটি লাল ঘড়িও আছে।

৩৫ বছরের ফিলিপ টুসিও জানিয়েছেন, তিনি এসেছেন পোপ সন্দর্শনে এক রাতের মধ্যে ট্রেনে চড়ে ইতালির ভেনিস থেকে। ‘আমি পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্টকে শ্রদ্ধা জানাতে চেয়েছি, কেননা তিনি আমার জীবন ও শিক্ষায় একটি মৌলিক ভূমিকা রেখেছেন’, বলেছেন ব্যক্তিগতভাবে। এই যুবক আরো বলেছেন, ‘যখন আমি তরুণ ছিলাম, বিশ্ব যুব দিবসের কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করেছি। আমি জাম্বুরিগুলোতে গিয়েছি আমাদের আরো আগের স্কাউটিংয়ে। তিনি আমাদের দুই আয়োজনেই এসেছেন। তিনি তার সদয় ও প্রাথর্নাময় হাতগুলো আমাদের জন্য প্রসারিত করেছেন এবং পোপ হিসেবে অংশগ্রহণ করেছেন।’

টুসিও আরো জানিয়েছেন যে, তিনি নিজে থিওরলজি বা ধর্মতত্ব পড়েছেন।

তিনি আরো বলেছেন, ‘যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তিনি আমাকে পোপ হিসেবে সাহায্য করেছেন। তিনি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন আমি যা হয়েছি, আমি যা, যেভাবে আমি চিন্তা করি এবং আমার মূল্যবোধগুলো, সবখানে তিনি জড়িয়ে আছেন।’

যারা বাসিলিকাতে পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্টকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন, তাদের ধর্মীয় বিষয়াদি দেখাশোনা করেছেন কার্ডিনাল ওয়াল্টার ক্যাসপার, তিনিও সাবেক পোপের স্বদেশী। তিনি একজন অন্যতম জামান ধর্মতত্ববিদ। তিনি ভ্যাটিকানের ক্রিশ্চিয়ান ইউনিটের প্রধান হিসেবে গুরুদায়িত্ব পালন করেছেন যখন ষোড়শ বেনেডিক্ট পোপ ছিলেন।

‘এমিরেটাস পোপ ষোড়শ বেনেডিক্ট রেখে গিয়েছেন তার গুরুত্বপূর্ণ অবদান-ধমতত্বে এবং ধর্মীয়কেন্দ্রেও। তিনি আরো রেখে গিয়েছেন, পোপ হিসেবে গুরুত্বপূর্ণ অবদান, বলেছেন কার্ডিনাল ওয়াল্টার ক্যাসপার।

তিনি আরও জানিয়েছেন, ‘তার পদত্যাগ কোনো ধরণের দুর্বলতার চিহ্ন নয়, একটি শক্ত অবস্থান, একটি মহামানবতার উদাহরণ। কারণ পোপ হিসেবে এমন কোনো চ্যালেঞ্জ নেই, যেগুলোর তিনি মোকাবেলা করেননি।’

কার্ডিনাল ওয়াল্টার ক্যাসপার তাদের মধ্যে একজন, যারা পোপ হিসেবে ষোড়শ বেনেডিক্টকে নিযুক্ত হতে সহযোগিতা করেছেন ২০০৫ সালে। তিনি আরো বলেছেন, ‘পোপ হিসেবে ষোড়শ বেনেডিক্টের পদত্যাগ পোপের কর্মকাল ও জীবনকে আরো মানবিকতা প্রদান করেছে। তিনি প্রমাণ করেছেন যে, ক্যাথলিক গির্জাগুলোর প্রধান ও ভ্যাটিকানের প্রথম ব্যক্তি-পোপ একজন মানুষ এবং এই কর্মকাল আজীবন নয়-তার শারীরিক ও মানসিক স্বক্ষমতাগুলোর ওপর নির্ভরশীল।’

সোমবার পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্টকে চিরবিদায় জানানোর সময়সীমা বতমান পোপ ফ্রান্সিস, ভ্যাটিকান ও কার্ডিনালরা নিধারণ করেছিলেন ১০টি ঘন্টা। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার ১২ ঘন্টা সাবেক পোপকে শ্রদ্ধা জানানোর সময়সীমা নির্ধারণ করেছেন তারা।

আগামীকাল বৃহস্পতিবার সকালে তার শেষ বিদায় আনুষ্ঠানিক ধর্মীয় রীতিতে পোপ হিসেবে, তার ইচ্ছে অনুসারে প্রদান করা হবে। সকল কাজের মতো ইতিহাসের প্রথম পোপ হিসেবে সাবেক পোপকে বিদায় জানানোর কর্মে নেতৃত্ব প্রদান করবেন পোপ ফ্রান্সিস সেন্ট পিটারর্স স্কয়ারে। তারা এমিরেটাস পোপের শনিবার মৃত্যুসংবাদ ঘোষণা করার সময়ই তার শেষ ইচ্ছের কথা জানিয়েছেন।

এদিন তার ভ্যাটিকান নিশ্চিত করেছে যে, পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্টকে কোথায় সমাধিস্থ দেওয়া হবে। তার ইচ্ছে রেখে, সাবেক পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্টের সমাধি পোপ ফ্রান্সিস ও তার অনুচরবর্গরা নিধারণ করেছেন, সেই পবিত্র গুহাতে, বাসিলিকার নীচে, যেটি তার আগের পোপ সেন্ট জন পল-২ ব্যবহার করেছেন। ২০১১ সালের ১ মে একজন ‘সাধু’ হিসেবে এখানেই হাজার, হাজার মানুষের অনুরোধে পোপ জন পলকে একজন ‘সাধ’ু হিসেবে আনুষ্ঠানিক স্বর্গলাভের ধর্মীয় ক্রিয়াদি সম্পন্ন করা হয়েছে-জানিয়েছেন ভ্যাটিকানের মুখপাত্র মাতেও ব্রুনি।

তারা জানিয়েছেন, বাসিলিকার দুই পাশের স্তম্ভগুলো দিয়ে পোপ এমিরেটাস ষোড়শ বেনেডিক্টকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য নিরাপত্তার আনুষ্ঠানিক নিয়ম মেনে ও ধর্মীয় রীতি অনুসরণ করে দর্শনাথীরা প্রবেশ করছেন একে, একে। নিরাপত্তা ও কর্ম সুবিধার্থে এবং পোপের মৃত্যুবরণে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হচ্ছে। আছে শরীর এক্স-রে মেশিনও। তাদের মধ্যে ছিলেন ৬২ বছরের নারী মারিনা ফেরনাতেও।

ওএফএস/এএস

Header Ad
Header Ad

উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ

ছবিঃ সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গে সব পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায় এ ঘোষণা দেওয়া হয়।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (বাপেওএ) রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা নোটিশে ও কোনো আনুষ্ঠানিক চিঠি ছাড়া সওজ বিভাগ আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে পেট্রোল পাম্প মালিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স মেনে এবং নিয়মিত রাজস্ব প্রদান করে ব্যবসা পরিচালনা করে আসছি। অথচ এমন আকস্মিক উচ্ছেদ অভিযান অতীতে কখনো দেখা যায়নি। এতে ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ ও ভীতি সৃষ্টি হয়েছে। বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের এই ধর্মঘট সফল করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

Header Ad
Header Ad

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  

ছবিঃ সংগৃহীত

টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ বুধবার। বেলা ১২টার দিকে তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরুব্বি মাওলানা মোহাম্মদ জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক কমিটি।

ছয় দিনের প্রথম পর্বের ইজতেমার প্রথম ধাপ ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। আর প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয় ৩ ফেব্রুয়ারি থেকে। আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে।

তাবলিগ জামাতের দেশি-বিদেশি শীর্ষ মুরুব্বি ও আলেমগণ মুসল্লিদের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় গুরুত্বপূর্ণ বয়ান করছেন। তারা নফল নামাজ, তাসবিহ্, তাহলিল, জিকির-আসকরের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন অতিবাহিত করেন।

মঙ্গলবার বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া। সকাল পৌনে ১০টায় বয়ান মিম্বারের সামনে ওলামায়ে কেরামের সঙ্গে আলোচনা করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। পরে মাদ্রাসা ছাত্রদের ত্বলাবাদের সঙ্গে কথা বলেন পাকিস্তানের মাওলানা ফরীদ আহমেদ। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ঈসমাইল গোদরা। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

 

Header Ad
Header Ad

শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ছাত্রসমাজের উদ্দেশ্যে আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) লাইভে বক্তব্য রাখতে যাচ্ছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতে অবস্থানকালে এই বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, "শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।"

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, "এই বক্তব্য প্রচার বাংলাদেশের জনগণের পক্ষে বিপজ্জনক হতে পারে।"

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আরও এক স্ট্যাটাসে বলা হয়েছে, "যেসব মিডিয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের সাহস দেখাবে, তাদেরকে জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করা হবে।"

এই পরিস্থিতি রাজনৈতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে এবং বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য তেল বিক্রি বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ  
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কড়া বার্তা হাসনাত আবদুল্লাহর  
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ    
সুইডেনে স্কুলে বন্দুক হামলা নিহত ১০ জন  
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার  
জাবিতে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের ঘোষণা  
মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়েছে, আওয়ামী লীগও বিলুপ্ত হবে : সলিমুল্লাহ খান
ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীসহ ৮ বুয়েট শিক্ষার্থী আজীবন বহিষ্কার  
জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক
নগদের সাবেক চেয়ারম্যান-এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে ৬৪৫ কোটি টাকা জালিয়াতির মামলা
৮ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে নতুন মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া
ক্যাম্পাসের মসজিদে কোরআন পুড়িয়েছে রাবি ছাত্র, জানা গেল পরিচয়
মার্কিন ভিসার জন্য প্রার্থনা করতে মন্দিরে ভিড় ভারতীয়দের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনায় মূল সন্দেহভাজন আটক
পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট ইস্যু ও নবায়ন
বৃহস্পতিবার থেকে রাজধানীতে ২১ কোম্পানির বাস চলবে টিকিট-কাউন্টার ভিত্তিতে
পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
২০ বিশ্ববিদ্যালয় নিয়ে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা
নিহত যুবদল নেতা তৌহিদুলের পরিবারের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর