সোমবার, ৩ মার্চ ২০২৫ | ১৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

মানব জীবনে সময়ই মূলধন

জীবন সময়ের সমষ্টি। সময়ই জীবন। অমূল্য মানব জীবনে সময়ই মূলধন বা পুঁজি। মানব জীবন এক অনন্ত সফর। জন্ম ও মৃত্যু এরই একটি পর্বের সূচনা ও সমাপন। সময়ের আবর্তনে প্রতি নিয়ত বয়স বাড়ে ও আয়ু কমে। সময় আল্লাহর দান। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন: “মহামহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব যাঁর করায়ত্ব, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যিনি সৃজন করেছেন মৃত্যু ও জীবন, তোমাদিগকে পরীক্ষা করার জন্য- কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। (সূরা-৬৭ মুলক, আয়াত: ১-২)। “মহাকালের শপথ! মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যেও উপদেশ দেয় ও ধৈর্যেও উপদেশ দেয়।” (সূরা-১০৩ আছর, আয়াত: ১-৩)।

মহাকালের পরিক্রমায় একটি অংশ সৌর ও চান্দ্র বর্ষ, যা বারোটি মাসে বিভাজিত। কুরআনের ভাষায়- ‌‌‌‘নিশ্চয়ই আকাশমন্ডলী পৃথিবী সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনায় মাস বারোটি।” (সূরা-৯ তাওবা, আয়াত: ৩৬)। কোরআন মাজীদে আরও রয়েছে: “তিনিই সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন এবং উহাদের মনজিল নির্দিষ্ট করেছেন, যাতে তোমরা বৎসর গণনা ও সময়ের হিসাব জানতে পারো। আল্লাহ এসব নিরর্থক সৃষ্টি করেননি। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এ সমস্ত নিদর্শন বিশদভাবে বিবৃত করেন।” (সুরা-১০ ইউনুস, আয়াত: ৫)। আল্লাহ আরও বলেন: “আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে, ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। এবং চন্দ্রের জন্য অমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মনজিল; অবশেষে উহা শুষ্ক বক্র পুরাতন খর্জুর শাখার আকার ধারণ করে।” (সূরা-৩৬ ইয়াসীন, আয়াত: ৩৮-৩৯)।

কালচক্রে বছর যায়, বছর আসে। বছর যাওয়া মানে তওবার মাধ্যমে পুরাতন ত্রুটিগুলো মুছে ফেলার সুযোগ। নতুন বছর আসা মানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হওয়া। বিগত সময়ের ব্যর্থতা গ্লানি ভুলে নব উদ্যমে নতুনের কেতন উড়ানোর আনন্দ উপভোগ করা। অকল্যাণের বেড়াজাল থেকে মুক্ত হয়ে অবারিত কল্যাণের পথে ধাবিত হওয়ার শুভ যাত্রা শুরু করা। তাই নতুন বছর এলে পড়া হয়- ‘ইয়া মুকাল্লিবাল-কুলূবি ওয়াল-আবছার, ইয়া মুদাব্বিরাল-লাইলি ওয়ান-নাহার; ইয়া মুহাওয়িলাল-হাওলি ওয়াল-আহওয়াল, হাওয়িল হালানা ইলা আহ্ছানিল হাল।’ অর্থাৎ ‘হে অন্তরসমূহ ও দৃষ্টিসমূহ পরিবর্তনকারী! হে রাত ও দিনের আবর্তনকারী! হে সময় ও অবস্থা বিবর্তনকারী! আমাদের অবস্থা ভালোর দিকে উন্নীত করুন।’ (দিওয়ানে আলী রা., আন নাহজুল বালাগা)। নতুন মাস দিয়ে শুরু হয় নতুন বছর। নতুন মাসে মহান প্রভুর কাছে এই আবেদন: “আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, ওয়াছ-ছালামাতি ওয়াল-ইসলাম; রব্বী ওয়া রব্বুকাল্লাহ; হিলালু রুশদিন ওয়া খায়র।” অর্থাৎ ‘হে আল্লাহ! আপনি এই মাসকে আমাদের জন্য নিরাপত্তা, ঈমান, প্রশান্তি ও ইসলাম সহযোগে আনয়ন করুন; আমার ও তোমার প্রভূ আল্লাহ। এই মাস সুপথ ও কল্যাণের।’ (তিরমিযী: ৩৪৫১)।
আল্লাহ সময়ের স্রষ্টা, তিনিই সময়ের মালিক ও নিয়ন্ত্রক। সময়ের সঙ্গে কোনো অমঙ্গল বা অকল্যাণের সংযোগ নেই। কল্যাণ অকল্যাণ ও মঙ্গল অমঙ্গল মানুষের কর্মের সঙ্গে সম্পৃক্ত। হাদীস শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন: ‘তোমরা সময়কে দোষারোপ করো না, কালকে গাল মন্দ করো না; কারণ আমিই মহাকাল, আমিই সময়ের নিয়ন্তা। (হাদীসে কুদসী)।

যেহেতু নববর্ষ হলো সময়ের একটি অংশ থেকে অন্য অংশে পদার্পন, তাই এটি হলো নিজেকে পরিবর্তন ও উন্নয়নের একটি সুযোগ। সুতরাং এই সময় আমাদের যা করা উচিৎ তা হলো জীবনকে নবায়ন করা। জীবনের জন্য আল্লাহ’র শোকরিয়া করা। নেক হায়াত ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করা। অতীতের গুনাহ হতে তাওবা করে, কৃতভুলের জন্য ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করা। কারো জান, মাল ও ইজ্জতের ক্ষতি করে থাকলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া ও সম্ভাব্য ক্ষতিপূরণ করা। ভবিষ্যতে নেক আমলের সংকল্প করা। বিগত সময়ে কেউ বিরূপ আচরণ করে থাকলে মন থেকে তা ক্ষমা করে দেওয়া। কারও কাছে বৈধ দেনা পাওনা বা লেনদেন থাকলে, তা আদায়ে বিধিসম্মত সামাজিক পন্থা অবলম্বন করা।

মানুষের সকল কর্মই আমল নামায় সংরক্ষিত হয়। আল্লাহ তাআলা বলেন: ‘মানুষ যে কথাই উচ্চারণ করে, তার জন্য করিৎকর্মা প্রহরী রয়েছে তার নিকটেই।’ (সূরা-৫০ কাফ, আয়াত: ১৮)। পরকালে রোজ হাশরে বিচারের দিনে মানুষ তার নিজের আমলনামা দেখে বলবে: ‘উপস্থিত করা হবে আমলনামা, তাতে যা লিপিবদ্ধ আছে তার কারণে তুমি অপরাধীদেরকে দেখবে আতঙ্কগ্রস্ত, তারা বলবে- হায়! দুর্ভাগ্য আমাদের! এটি কেমন গ্রন্থ! তা তো ছোটো বড়ো কিছুই বাদ দেয়নি বরং তা সমস্ত হিসাবই রেখেছে। তারা তাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে, তোমার প্রতিপালক কারও প্রতি জুলুম করেন না।’ (সূরা-১৮ কাহাফ, আয়াত: ৪৯)।
পরিণতি চিন্তা করেই কর্ম করা বাঞ্ছনীয়। সম্পাদনের পূর্বে যে আমলটি নির্দোষ বা মুবাহ তাও কার্যকরী করার পর নেকী বা বদীতে পরিণত হয়। মানব কল্যাণ ও সৎকর্মের মাধ্যমে জীবনের অমূল্য সময়কে মূল্যায়িত করাই বুদ্ধিমানের পরিচয়।

লেখক: প্রতিষ্ঠাতা পরিচালক: শেখ ছাদী (র.) ফাউন্ডেশন বাংলাদেশ 

 

Header Ad
Header Ad

ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত ছিল আগেই, তবে গ্রুপ-চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বিজয়ী হয়েছে ভারত। নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে এ-গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল।

রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ভারত। তবে শুরুটা ভালো হয়নি। ৩০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। এরপর শ্রেয়াস আইয়ারের ৯৮ বলে ৭৯ রান দলকে বিপদ থেকে টেনে তোলে। হার্দিক পান্ডিয়া (৪৫), অক্ষর প্যাটেল (৪২), লোকেশ রাহুল (২৩) এবং রবীন্দ্র জাদেজার (১৬) ছোট ছোট ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে ভারত।

নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৫ উইকেট নেন (৪২ রানে), যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স।

২৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৫.৩ ওভারে ২০৫ রানে অলআউট হয়ে যায়। অধিনায়ক কেন উইলিয়ামসন ৮১ রান (১২০ বল) করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দলের অন্য ব্যাটাররা ব্যর্থ হন। ওপেনার উইল ইয়াং ২২, মিচেল স্যান্টনার ২৮ রান করলেও কেউ ৩০ রানের গণ্ডি পেরোতে পারেননি।

ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী ৪২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। এছাড়া কুলদীপ যাদব ২টি এবং হার্দিক, অক্ষর ও জাদেজা ১টি করে উইকেট শিকার করেন।

এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে বি-গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, যারা বি-গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে।

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা আলোচনা সভা 

ছবি : ঢাকাপ্রকাশ

তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় ৭ম বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড় ঘুরে একইস্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক ড.মুন্সী আবু সাইফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর। আরো উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষর্থীরা। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায়। স্বাগত বক্তব্যে জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বলেন, জেলায় দুটি সংসদীয় আসন রয়েছে। এখানে মোট ভোটার রয়েছে ৯ লাখ ৭৪ হাজার ৫৭২ জন। এবার নতুন ভোটার তালিকায় জেলার ৪ উপজেলায় ৪৮ হাজার নতুন ভোটার অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভোটার হচ্ছে তার সাংবিধানিক অধিকার। 

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন,জাতীয় পরিচয় পত্র খুবই গুরুত্বপূর্ণ। এই কারনে আপনার সন্তান ও আত্মীয় স্বজনদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে নেওয়ার প্রয়োজন।

Header Ad
Header Ad

মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ: ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন এ ধরনের অনৈতিক প্রবণতা থেকে বিরত থাকেন।

রোববার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় মসজিদে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “দেশের ধনীরা নিয়মিত জাকাত দিলে বছরে প্রায় এক লাখ কোটি টাকার তহবিল গঠিত হতে পারে। এই অর্থ সঠিকভাবে বণ্টন করা হলে আগামী ১০ বছরে দেশে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না।”

দেশের সম্পদ লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন, “যারা দেশের সম্পদ লুট করে বিক্রি করে দেয়, তারা দেশদ্রোহী। তারা দেশপ্রেমিক হতে পারে না। এদের বিচার হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “ঘুষের লোভে ফাইল আটকিয়ে রাখার মানসিকতা পরিহার করতে হবে। এ ধরনের মানসিকতা পরিবর্তন না হলে দেশ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না।”

ধর্ম উপদেষ্টার এই বক্তব্য রমজান মাসে নৈতিকতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্বকে সামনে এনেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
চুয়াডাঙ্গায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা আলোচনা সভা 
মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ: ধর্ম উপদেষ্টা
বিশ্বের সাথে একই দিনে রোজা-ঈদ পালনের পথ খোঁজার অনুরোধ তারেক রহমানের
ঢাকায় ছিনতাইবাজদের খপ্পরে জনপ্রিয় অভিনেতা, চিনতে পেরে বলল ‘মোবাইল নেওয়ার দরকার নাই’
প্রকাশ্যে ধূমপান অপরাধ, মনে করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিদ্যুতের চাহিদা মেটাতে রমজানেই আসছে ৪ কার্গো এলএনজি: বিদ্যুৎ উপদেষ্টা
১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি ফেরত পেলেন মুফতি ছাইফুল্লাহ
নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে: সালাহ উদ্দিন আহমেদ
গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধের ঘোষণা ইসরায়েলের
যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে মনোনীত করে ট্রাম্পের নির্বাহী আদেশ
সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুর ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে চার রিভিউয়ের শুনানি ৮ মে
লেবুর ডাবল সেঞ্চুরী
দেশের আইনশৃঙ্খলা উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একগুচ্ছ পদক্ষেপ
বিরামপুরে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত
দর্শনায় ভোক্তা অধিকারের বাজার মনিটরিং অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ডিজিএফআইয়ের সাবেক প্রধানের বাসায় মিললো বান্ডিল বান্ডিল টাকা
কর্মবিরতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা  
আজ থেকে ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান