৫ জন করে প্রতিনিধি হজে পাঠানোর সুযোগ চান এমপিরা
হজে এমপি কোটা পুনর্বহালের দাবি করেছেন সংসদীয় কমিটির সদস্যরা। তারা বলেন, সংসদীয় কমিটির সদস্যরা প্রত্যেকে যেন পাঁচ জন করে প্রতিনিধি পাঠাতে পারেন সেই সুযোগ আবারও চালু করতে বলেছেন।
একইসঙ্গে আলেম নামধারী মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে আসন্ন হজ কার্যক্রমে সম্পৃক্ত না করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সংসদীয় কমিটির বৈঠকে হজে প্রতিনিধি পাঠানোর বিষয়টি উত্থাপন করেন কমিটি সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘হজ কার্যক্রম বৈশ্বিকব্যাধি করোনার কারণে বিঘ্নিত হয়েছে। বিশ্বের সব কিছু স্থবির ছিল।’
তিনি আরও বলেন, ‘তবে করোনামুক্ত পরিবেশে দেশে পূর্বের ন্যায় স্বাভাবিকতা ফিরে আসলে হজ পালনে পূর্বের ন্যায় স্থায়ী কমিটির প্রত্যেক সদস্যের জন্য ৫ জন করে হজযাত্রী প্রতিনিধি দিতে পারে তা বহাল রাখার অনুরোধ।’
তার এই বক্তব্যে সমর্থন করে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, ‘পূর্বের ন্যায় প্রত্যেক সংসদ সদস্যের জন্য ৫ জন করে হজযাত্রী প্রতিনিধিকে হজ কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য ব্যবস্থা নেওয়া দরকার।’
বৈঠকে আসন্ন হজ ২০২২ এর সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। গত ২৪ শে এপ্রিল বাংলাদেশ সরকার ও রাজকীয় সৌদি সরকারের মধ্যে হিজরি ১৪৪৩/২০২২ খি. সনের দ্বি-পাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর সংখ্যা-৪ হাজার জন, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর সংখ্যা-৫৩ হাজার ৫৮৫ জনসহ মোট ৫৭ হাজার ৫৮৫ জন।
কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিতম বৈঠকে কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান, শওকত হাচানুর রহমান (রিপন), মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম এবং বেগম রত্না আহমেদ অংশগ্রহণ করেন।
এসএম/এমএমএ/