শাকিল ইসলাম এর কবিতা 'মহীয়সী নারী মাহাম আঙ্গা’
মহীয়সী নারী মাহাম আঙ্গা
আজ শক্তিশালী কেউ নেই পরিবারে,
শাসন দূরে থাক মন তো নেই সংসারে;
মা হামিদা বানু স্বামীর শোকে পরপারে,
মাহাম আঙ্গা দুধ মা আকবরের তরে।
তেরো বছর বয়সী আকবর সিংহাসনে,
ওই শিশু জালাল উদ্দিন রাজ্য শাসনে;
ক্ষুদ্রতম শাসকের পাশে দাঁড়াবার মানে,
পরিণামে উপ-শাসকের ছ্দ্মাবরণে।
আকবরের সিংহাসন লাভের দুই দশক,
মাহাম আঙ্গা আকবরেরই ছদ্ম শাসক;
সিদ্ধান্তের পেছনে অবদান নয় নিছক,
পর্দার আড়ালে ভারতবর্ষে নারী শাসক।
আকবরের শৈশবের শুধু দুগ্ধদাত্রী নহে,
নিজ সন্তানের মত লালিত আদর স্নেহে;
বিত্ত লালসা টলাতে পারেনি কি মোহে,
নিজ পুত্রের মৃত্যু শোকে কে কভু রহে?
মুঘল, অটোমান, ফার্সি যত সাম্রাজ্যে অন্দরমহলে নারী শক্তিশালী রাজকার্যে;
ঐ মাহাম আঙ্গা দৃষ্টান্ত আকবর রাজ্যে,
সিংহাসনে আকবর বেখেয়ালি আন্দাজে।
মা হামিদা বানু আকবরের হারেমেই
ক্ষমতার মসনদ কিন্তু মাহাম আঙ্গারই;
শেষ পর্যায়ে সম্পর্কের অবনতি সেই,
মলাট উল্টে দেখো ইতিহাস এমনই!
ডিএসএস/