মোস্তাফিজ জুয়েল এর কবিতা ‘একটা হাতের অপেক্ষায়'
একটা হাত ধরা কি এতোই সোজা!
যত সহজে ঠোট ছোয়া যায় ঠোটে,
উন্মুক্ত বক্ষে একে দেয়া যায় হস্ত চিহ্ন
অথবা অনাবৃত নিতম্বে রক্ত রেখা ফুটিয়ে তোলা যায় নখের আচড়ে।
ততোটায় কঠিন হাতে হাত রাখা।
শক্তকরে একটা হাত ধরে হেটে চলা কি সত্যি সম্ভব!
সামান্য মোহে যে হাত ফসকে যাবেনা মুহূর্তে।
দমকা হাওয়ায় একটা হাতই পারে ঢাল হয়ে দাড়াতে।
ঢাল ভেদ করে ঝোড়ো হাওয়া যতই প্রবহণ করুক, একটা হাতই পারে তা নির্মল করে গুছিয়ে নিতে পুনরায়।
বাণিজ্যিক এই ধরায় একটা হাতের ঈশারায় বিলানো যায় জীবন, বিনা মাশুলে।
সেই হাত পাওয়া কি খুবই কঠিন!
কাঁধে হাত রেখে উত্তাপ বাড়িয়ে যতোটা সস্তায় পথ মাড়ানো যায়,
পাশাপাশি পা ফেলতে, সহসা আস্থাপূর্ণ স্পর্শ পাওয়া ঠিক ততোটায় দামী।
এক জীবনে কতো কিছু আসবে, আবার চলেও যাবে।
একটা হাত কি পাওয়া যাবে না?
যে রয়ে যাবে শুধু একটা হাত ধরার জন্য।
ডিএসএস/